promotional_ad

৯ তারিখ ফিটনেস পরীক্ষা দেবেন সাকিব

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে হলে প্রত্যেক ক্রিকেটারকে বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষা দিতে হবে। আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকায় সাকিব আল হাসানকেও উত্তীর্ণ হতে হবে এই পরীক্ষায়।


জানা গেছে সবকিছু ঠিক থাকলে আগামী ৯ নভেম্বর বিসিবির ফিটনেস পরীক্ষায় অংশ নেবেন সাকিব। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টটি নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে আয়োজনের সম্ভাবনা রয়েছে বিসিবির। ক্রিকেটারদের স্বার্থেই তাঁদের ফিটনেসের প্রতি গুরুত্ব দিচ্ছে ক্রিকেট বোর্ড। লম্বা সময় খেলার বাইরে থাকা সাকিবকেও তাই এর আওতায় রাখা হয়েছে। 



promotional_ad

জুয়াড়ির প্রস্তাব গোপন করার অপরাধে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেয়া এক বছরের নিষেধাজ্ঞা থেকে গত ২৯ অক্টোবর মুক্তি পেয়েছেন সাকিব। ফলে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে আর বাঁধা নেই তাঁর।


সেক্ষেত্রে আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফিটনেস পরীক্ষার মাধ্যমে আবারো মাঠে ফিরবেন সাকিব। ক্রিকেটারদের এই ফিটনেস পরীক্ষা নভেম্বরের ৯ ও ১০ তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 


বাধ্যতামূলক এই ফিটনেস পরীক্ষার মাধ্যমে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের খসড়া তালিকায় থাকা ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা যাচাই করবে বিসিবি। 



করোনা ভাইরাস সংক্রমণ রোধে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বসহকারে দেখভাল করবে বিসিবি। সকলের নিরাপত্তা নিশ্চিত করতে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে তারা।


এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, 'ক্রিকেটারদের অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন ৩০ মিনিট আগে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের ইনডোরে স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচদের কাছে রিপোর্ট করে। কভিড-১৯ এর জন্য সতর্ক থাকতে ক্রিকেটারদের মাস্ক পড়তে হবে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। একই সঙ্গে তাঁদেরকে নিজস্ব স্যানিটাইজার নিয়ে আসতে হবে।'  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball