হাল ছাড়ার পক্ষে নন মার্ক উড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের ওয়ানডে দলের নিয়মিত মুখ মার্ক উড। তবে সাদা পোশাকে জাতীয় দলে খুব বেশি খেলার সুযোগ পাননি তিনি। এখন পর্যন্ত মাত্র ১৬ টেস্ট খেলার সুযোগ হয়েছে তাঁর। এবার বাদ পড়েছেন ইংল্যান্ডের লাল বলের চুক্তি থেকেও।
এরপরও অবশ্য হাল ছাড়ছেন না ৩০ বছর বয়সী উড। দেশের হয়ে তিন ফরম্যাটেই প্রতিনিধিত্ব করতে চান এই ডানহাতি পেসার। সেই স্বপ্ন নিয়েই সামনে এগোচ্ছেন তিনি। নিজেকে যোগ্য প্রমাণ করে দলে জায়গা পাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন উড।

তিনি বলেন, 'আমি ছোট থেকেই চেয়েছি তিন ফরম্যাটেই ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করতে। আমি এখনো সে স্বপ্ন পূরণের চেষ্টায় আছি। আশা করি এই বছর আমি তিন ফরম্যাটেই নিজেকে যোগ্য প্রমাণের জন্য কিছু ম্যাচ খেলতে পারবো।'
আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে দুই দেশের পেসারদের জমজমাট লড়াইয়ের আশা করছেন উড। আরো কয়েকজন পেসার বর্তমানে খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। বল হাতে সেখানে নিজেদের প্রমাণও করে যাচ্ছেন তাঁরা।
দলে জায়গা পেতে সেকারণে ভালোই প্রতিযোগিতা করতে হবে উডকে। এই বিষয়টি অবশ্য নিজেও মানছেন তিনি। লড়াই করে সুযোগ পাওয়ার জন্য প্রস্তুতও ১৬টি টেস্ট এবং ৫৩টি ওয়ানডে খেলা এই পেসার।
উড বলেন, 'আশা করি আমি আইপিএল খেলা ক্রিকেটারদের সঙ্গে লড়াইটা চালিয়ে যেতে পারবো। আমাদের সঙ্গে দক্ষিণ আফ্রিকান পেসারদের লড়াইটা হবে রোমাঞ্চকর। দেখা যাক আমরা কীভাবে একে-অপরের বিরুদ্ধে লড়াই করি।'