promotional_ad

দশ পয়েন্ট খুইয়ে আক্ষেপে পুড়ছেন বাবর

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সুপারওভারের নাটকীয়তায় জিম্বাবুয়ের কাছে হেরেছে পাকিস্তান। সিরিজ জয়ের পরেও শেষ ম্যাচের পরাজয়ে আইসিসির ওয়ানডে সুপার লিগ থেকে ১০ পয়েন্ট হারিয়েছে পাকিস্তান। মূল্যবান এই পয়েন্ট হারিয়ে আক্ষেপে পুড়ছেন দলটির অধিনায়ক বাবর আজম।


আইসিসির ওয়ানডে সুপার লিগে ২৪টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে প্রতিটি দল। যেখান থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ সাত দল সরাসরি খেলার সুযোগ পাবে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে। ‍সুপার লিগের বাকি পাঁচ দলকে খেলতে হবে বিশ্বকাপ কোয়ালিফাইয়ার।



promotional_ad

একারণেই ১০ পয়েন্ট হারানোয় হতাশ পাকিস্তান অধিনায়ক। তবে পরবর্তী সিরিজে নিজেদের শতভাগ দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বাবর বলেন, 'সুপার লিগে ২৪টি ম্যাচ খেলার সুযোগ আছে, তাই এখানে ১০ পয়েন্ট হারানোটা কষ্টকর। আমরা এই সিরিজটির ভুলগুলো পর্যবেক্ষণ করবো এবং পরবর্তী সিরিজে শতভাগ দেব। কারণ আপনি হারলেই ১০ পয়েন্ট হারাবেন।'


সিরিজের শেষ ম্যাচটিতে জিম্বাবুয়ের দেয়া ২৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। অধিনায়ক বাবর ও পেসার ওয়াহাব রিয়াজ সপ্তম উইকেট জুটিতে দলের হাল ধরলেও শেষ পর্যন্ত ম্যাচ টাই হয়। পরবর্তী ব্লেসিং মুজারবানির দুর্দান্ত বোলিংয়ে সুপারওভারে জয় পায় চামু চিবাবার দল। 


জিম্বাবুয়ের হয়ে এদিন ১৩৫ বলে অপরাজিত ১১৮ রান করে লড়াই করার পুঁজি এনে দেন শন উইলিয়ামস। তবে সেঞ্চুরির অনেক আগেই সাজঘরে ফিরতে পারতেন তিনি। কারণ ৭৩ ও ৮১ রানের সময় দুইবার উইলিয়ামসের ক্যাচ মিস করেন পাকিস্তান ফিল্ডাররা। 



দলের ফিল্ডিং নিয়ে তাই আরো বেশি কাজ করতে হবে বলে জানিয়েছেন অধিনায়ক বাবর। তাঁর ভাষ্যমতে, ‘ফিল্ডিং নিয়ে আমাদের আরও কাজ করা দরকার, যেন আমরা এত বেশি ক্যাচ না ফেলি। এই ক্যাচগুলো ভালো খেলোয়াড়দের দ্বিতীয় ও তৃতীয় সুযোগ দেয় এবং এটি শেষ পর্যন্ত আমাদেরকে ভোগায়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball