গেইলদের দলে ইরফান পাঠান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বছরের জানুয়ারিতে পেশাদার ক্রিকেট থেকে বিদায় নেন ইরফান পাঠান। তবে অবসর ভেঙে আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) দিয়ে আবারো প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ভারতের এই সাবেক অলরাউন্ডার।
এলপিএলে ক্যান্ডি টাস্কার্স ফ্র্যাঞ্চাইজির হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন ইরফান। যেখানে একই দলে খেলবেন ক্রিস গেইল, লিয়াম প্ল্যাঙ্কেট, ওয়াহাব রিয়াজ এবং কুশল পেরেরার মতো তারকা ক্রিকেটাররা। ক্যান্ডি টাস্কার্স কোচ হাসান তিলকারত্নে এরই মধ্যে ইরফানের অন্তর্ভুক্তির বিষয়টি ইএসপিএন ক্রিকইনফোকে নিশ্চিত করেছেন।

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সাধারণত কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের দেশের বাইরের লিগগুলোতে খেলার অনুমতি দেয় না। তবে ইরফান অবসরপ্রাপ্ত ক্রিকেটার হওয়ায় এলপিএলে তাঁর খেলতে বাঁধা থাকছে না।
গত বছরের ফেব্রুয়ারীতে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে খেলার পর আর কোনো ধরনের স্বীকৃত টুর্নামেন্টে খেলেননি ৩৬ বছর বয়সী অলরাউন্ডার ইরফান। তবে এবার নতুন করে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি।
এলপিএলে খেলতে বেশ মুখিয়ে আছেন ইরফান। ক্রিকইনফোকে তিনি বলেন, 'এলপিএলে খেলতে আমি মুখিয়ে আছি। হ্যাঁ, আমি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছি তবে বিশ্বজুড়ে খেলতেই পারি। আশা করছি খেলাটি উপভোগ করতে পারবো, গত দুই বছরে যা আমি পারিনি।'
ইরফানের বিশ্বাস এখনও কিছুদিন ক্রিকেট খেলার সামর্থ্য রয়েছে তাঁর। ভারতের হয়ে ১২০টি ওয়ানডে এবং ২৯টি টেস্ট খেলা এই অলরাউন্ডার বলেন, 'আমার মনে হয় আমি এখনও কিছুদিন খেলতে পারি। আমি ধীরে ধীরে শুরু ক???ব, দেখব কিভাবে এগোতে পারি।'