promotional_ad

তৃতীয় নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে শাহরিয়ার নাফিস

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৃতীয় নির্বাচক কে হচ্ছেন এ নিয়ে ক্রিকেটমহলে আলোচনা চলছে কয়েকদিন ধরেই। আড়াই মাস আগেই এই পদে নতুন আরেকজনকে নিয়োগ দিতে আবেদন করা হয়েছিল। তবে করোনার প্রকোপের কারণে এতদিন এই নিয়োগ প্রক্রিয়াও থেমে ছিল।


এরই মধ্যে আবারও মিরপুরে ক্রিকেট ফিরেছে। তাই তৃতীয় নির্বাচক নিয়োগ দেয়ার কার্যক্রমও শুরু হয়ে গেছে। জানা গেছে সাবেক তিন ক্রিকেটার আবদুর রাজ্জাক, শাহরিয়ার নাফীস, নাফিস ইকবালের নাম প্রস্তাব করা হয়েছে।



promotional_ad

এই তিন সিনিয়রের মধ্যে নির্বাচক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন শাহরিয়ার নাফিস। বিসিবির একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে। তবে নাফিসের কাছে এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি।


ক্রিকফ্রেঞ্জিকে নাফিস বলেন, 'আমার সঙ্গে বিসিবি থেকে এখনও কেউ এই বিষয়ে যোগাযোগ করেনি, তাই আনুষ্ঠানিক কোন প্রস্তাবনা আসেনি। তবে প্রস্তাব দেয়া হবে অবশ্যই আমি বিবেচনা করব।' 


গত দু-তিন বছর ধরে জাতীয় দল, এইচপি, 'এ' দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের কাজ চালিয়ে নিচ্ছে নান্নু-বাশার নির্বাচক প্যানেল।



ঢাকা প্রিমিয়ার লিগ, বিপিএল, বিসিএল, জাতীয় লিগের পুলের ক্রিকেটারও বাছাই করতে হয় তাঁদের। এই দিক চিন্তা করেই দ্রুত তৃতীয় নির্বাচক নিয়োগ দিতে পারে বিসিবি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball