promotional_ad

প্রেসিডেন্টস কাপে মুখোমুখি তামিম-মাহমুদউল্লাহরা

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মিরপুরের আকাশে মেঘের খেলা যেন থামতেই চাইছে না। ঝিরিঝিরি বৃষ্টিতে সশব্দে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে। তবে একদিন আগেই দেশের ক্রিকেটে জমে থাকা পাহাড়সম মেঘ কেটে গেছে। করোনায় স্থবির হয়ে যাওয়ার পর ফের শুরু হয়েছে প্রতিযোগীতামূলক ক্রিকেট। 


ব্যাট-বলের টুংটাং শব্দ আর জয়ের নেশায় তৃষ্ণাত্ব মুখের দেখা মিলেছে বহুদিন বাদে।  সব ঠিক থাকলে কাল আবার দেখা যাবে এমন দৃশ্য। বিসিবি প্রেসিডেন্টস কাপের দ্বিতীয় ম্যাচে রিয়াদ একাদশের বিপক্ষে মাঠে নামবে তামিম একাদশ। রিয়াদ একাদশের শুরুটা যদিও ভালো হয়নি। প্রথম ম্যাচে শান্ত একাদশের বিপক্ষে ৪ উইকেটে ধরাশায়ী হয়েছে তারা। 


দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে তাই বাড়তি আত্মবিশ্বাসে কিছুটা হলেও ঘাটতি থাকবে তাদের। আগের ম্যাচে শান্ত একাদশের বিপক্ষে ৪ উইকেটে হারের স্মৃতিটা এখনো তরতাজা। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ রান পেলেও আশানুরূপ খেলতে পারেননি লিটন দাস-নাঈম শেখরা। এই ম্যাচে তাদের দিকে তাকিয়ে থাকবে রিয়াদ একাদশ। 


অন্যদিকে মঙ্গলবারই প্রথমবারের মতো মাঠে নামবে তামিম একাদশ। দল নিয়ে সন্তুষ্টির কথা আগেই জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামার প্রত্যাশার কথাও শুনিয়েছেন। কালই শুরু হবে সেই লড়াই। জাতীয় দলের ওয়ানডে অধিনায়কত্ব পাওয়ার পর এটাই হবে যেকোনো প্রতিযোগীতামূলক ম্যাচে তামিমের প্রথম নেতৃত্ব দেয়া।  


ব্যাটিংয়ে দলটির মূল ভরসা হবেন অধিনায়ক তামিম ইকবাল। ওপেনিং সঙ্গী হিসেবে থাকবেন আরেক তামিম, অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী তানজিদ হাসান। থাকবেন বিশ্বজয়ী অধিনায়ক আকবর আলীও। ইতোমধ্যেই নিজের সামর্থ্যের জানান দেয়া মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুনরাও খেলবেন এই দলে। 



promotional_ad

বোলিংটাও বেশ শক্তিশালি তামিম একাদশের। মোহাম্মদ সাইফুদ্দিনের মতো অলরাউন্ডারের সঙ্গে আছেন তরুণ শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদের মতো পেসাররা। অভিজ্ঞ তাইজুল ইসলামের সঙ্গে স্পিন বিভাগে দেখা যাবে লেগ স্পিনার মিনহাজুল আবেদীন আফ্রিদিকে। 


নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে তামিম বলেন, ‘এটা আমাদের প্রথম ম্যাচ। প্রস্তুতি খুবই ভালো হয়েছে। দল হিসেবে আমরা দুটি বাড়তি দিন অনুশীলন করতে পেরেছি, এটা একটা সুবিধা ছিল। অনূর্ধ্ব-১৯ দলের কিছু খেলোয়াড় আছে। তারাও এখন দলে। ওদের সাথে অনুশীলনের একটা অভিজ্ঞতাও হয়েছে। ওরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কিভাবে কী করলো সে বিষয়েও কথা হয়েছে। এই আসরটি হাই-ভোল্টেজ হবে। প্রতিটি খেলোয়াড় রোমাঞ্চিত। আমরা আজ ভালো অনুশীলন করেছি। আশা করি কালকের ম্যাচ দারুণ হবে।’ 


তুলনামূলক অভিজ্ঞদের নিয়ে গড়া রিয়াদ একাদশের বিপক্ষে শক্তিশালি তামিম ইকবালের একাদশের লড়াইটা তাই নিশ্চিতভাবেই রোমাঞ্চ ছড়াবে দর্শকদের মনে।


তামিম একাদশ:


তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলি, আকবর আলি, এনামুল হক, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি।


স্ট্যান্ড বাই: শফিকুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদি হাসান রানা



মাহমুদউল্লাহ একাদশ:


মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।


স্টান্ডবাই: আবু হায়দার রনি, সানজামুল ইসলাম ও হাসান মুরাদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball