promotional_ad

অভিনন্দন এসেছে বর্ডারের ওপার থেকেও!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ভারত-পাকিস্তানকে দ্বিপাক্ষিক সিরিজ লড়তে দেখার দৃশ্যটা এখন দুর্লভ। যার মূল কারণ দুই দেশের রাজনৈতিক অস্থিরতা। এসবের মাঝে যখন ক্রিকেট মাঠে মাঠের ব্যাট-বলের লড়াইয়ে মজে উঠতে পারছে না দুই দেশের ক্রিকেটাররা, তখন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে চলছে একে অপরের সঙ্গে কুশল বিনিময়। 


উপমহাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন শোয়েব মালিক। পাকিস্তানের অভিজ্ঞ এই ক্রিকেটারের এমন মাইলফলক স্পর্শ করার দিনে তাকে অভিনন্দন জানাতে ভুলেননি বর্ডারের ওই পারে থাকা ক্রিকেটাররা।



promotional_ad

টুইটারে ৪০ বছর বয়সী এই ব্যাটসম্যানকে অভিনন্দন জানিয়েছেন সুরেশ রায়না ও রবীচন্দ্রন অশ্বিন। সঙ্গে আছেন রশিদ খানও। পাকিস্তান-ভারত সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে ২০১২ সালে। সেটা ছিল ওয়ানডে সিরিজ। আর টেস্টে দুই দলের দিপাক্ষিক সিরিজ লড়েছে ২০০৭-০৮ সালে। 


সম্প্রতি উপমহাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০০০০ রানের মাইলফলক স্পর্শের পর টুইট করেছিলেন মালিক। সেই টুইটে অভিনন্দন জানিয়ে রায়না লিখেছেন, ‘অভিনন্দন শোয়েব ভাই।’ প্রতি উত্তরে মালিক লিখেন, ‘ধন্যবাদ ভাই।’


এরপরই অশ্বিন লিখেন, ‘অভিনন্দন শোয়েব ভাই।’ পাল্টা টুইটে পাকিস্তানের এই ব্যাটসম্যান লিখেছেন, ‘অনেক বড় প্রশংসা।’ এখানে আফগানিস্তানের রশিদ খানও লিখেছেন 'অভিনন্দন শোয়েব ভাই'। জবাবে মালিক লিখেছেন, 'ধন্যবাদ রশিদ সাহেব'।



শনিবার নিজ দেশের ন্যাশনাল কাপ টি-টোয়েন্টিতে খাইবার পাখতুনের হয়ে বেলুচিস্তানের বিপক্ষে ৮ চার ও ২ ছক্কায় মাত্র ৪৪ বলে ৭৪ রানের ঝড়ো এই ইনিংস খেলেন মালিক। এই ইনিংসের ৪৭তম রান নেয়ার পথে দশ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক তিনি।


২০০৫ সালে শিয়ালকট স্টেলিয়ন্সের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় মালিকের। এখন পর্যন্ত ৩৯৫ ম্যাচ খেলে ৩৭.৪১ গড়ে ১০ হাজার ২৭ রান করেছেন তিনি। সেঞ্চুরির দেখা না পেলেও ৬২টি হাফ সেঞ্চুরি আছে তার। বল হাতেও দারুন সফল পাকিস্তানের এই অলরাউন্ডার। ৭.০৩ ইকোনমি রেটে তার উইকেট সংখ্যা ১৪৮টি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball