promotional_ad

ধোনিদের পারফরম্যান্সে হতাশ ফ্লেমিং

ছবি: সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ১০ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এদিন কলকাতার দেয়া ১৬৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ৯০ রান তোলে চেন্নাই। কিন্তু হাতে ৯ উইকেট থাকার পরও শেষ ১০ ওভারে ৭৮ রান তুলতে ব্যর্থ হয় মহেন্দ্রা সিং ধোনির দল। 


তবে শেন ওয়াটসন ও আম্বাতি রাইডু যখন ব্যাট করছিলেন তখন মনে হচ্ছিল সহজেই জয় পেয়ে যাবে চেন্নাই। ওয়াটসন ৫০ রান করে ফিরে গেলে শেষ দিকে দলকে টানতে পারেননি ধোনি- কেদার যাদবরা। দলের এমন পারফরম্যান্সে তাই স্বাভাবিকভাবেই হতাশ চেন্নাইয়ের হেড কোচ স্টিফেন ফ্লেমিং। হারের এই অভিজ্ঞতাকে ভুলে যেতে চান তিনি। 



promotional_ad

ম্যাচ শেষে সাবেক কিউই অধিনায়ক বলেন, 'আজকের পারফরম্যান্স এবং অভিজ্ঞতা আমাদের ভুলে যাওয়া উচিত। আপনি এমন একজন ব্যাটসম্যানকে চাইবেন যে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। ওরা (কলকাতা) ওপেন করানোর জন্য মানসম্পন্ন খেলোয়াড় পেয়েছে। নারিনের ওভার রেখে দিয়ে শেষটাকে তারা কঠিন করে তুলেছিল।’


এদিন চাপের মুখেই মূলত ভেঙ্গে পড়েছে চেন্নাই। তবে শেষে দিকে সামর্থ্য অনুযায়ী ব্যাটিং করতে না পারাতেই এই পরাজয় বরণ করতে হয়েছে বলে মনে করন ফ্লেমিং। তিনি বলেন, ‘আপনি ব্যাটম্যানদের দিকে তাকিয়ে আছেন, তারা যেন পাঁচ ওভারে জুটি গড়ে ৭৫ বা তার অধিক রান তোলে। খেলাটি অন্য রকম হতে পারত। তবে কলকাতা আমাদের উপর চাপ তৈরি করেছে। কিন্তু আমরা শেষ দিকে পেরে উঠিনি। আমরা হতাশ কারণ আমরা হাতছাড়া করেছি।' 


চলতি মৌসুমে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ২ জয়ের পাশাপাশি ৪ ম্যাচে হেরেছে গত আসরের রানার্সআপ চেন্নাই। বর্তমানে মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে ধোনির দল। আগামী ১০ অক্টোবর চার নম্বরে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে তারা।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball