ক্রিকেটারদের একাগ্রতায় খুশি এইচপি প্রধান

ছবি: ছবি: সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) মাঝপথে স্থগিত হয়ে যাওয়ার পর দীর্ঘদিন ধরেই ক্রিকেট থেকে দূরে রয়েছেন দেশের বেশির ভাগ ক্রিকেটার। ব্যক্তিগত অনুশীলনের পর জাতীয় দলের ক্রিকেটাররা মাঠে ফিরলেও এখনো অনুশীলনে ফেরা হয়নি বাকিদের।
বুধবার (৭ অক্টোবর) থেকে মিরপুরের হোম অফ ক্রিকেটে শুরু হয়েছে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) অনুশীলন। শুরুতে ফিটনেস পরীক্ষা দিয়েছেন ক্রিকেটাররা। তাতে খুশি এইচপি প্রধান নাঈমুর রহমান দুর্জয়। দুই এক জন ক্রিকেটারের সমস্যা থাকলেও বাকিদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট তিনি।

ক্যাম্পের প্রথম দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানান দুর্জয়।
তিনি বলেন, 'কোভিড-১৯ পরিস্থিতিতে বেশিরভাগ ক্রিকেটার অনলাইনে কোচ, ফিজিও, ট্রেনারদের সঙ্গে ফিটনেসটা নিয়ে মনোযোগী হয়েছে। যে কারণে আজকে ফিটনেস টেস্টে আমি গর্ব করে বলতে পারি আমাদের প্লেয়াররা খুব ভালো করেছে। ২৫ জনের মধ্যে ২-৩ জনের সমস্যা হতেই পারে কিন্তু সর্বোপরি ফিটনেস টেস্টে খুব ভালো করেছে।'
ফিটনেসের উন্নতির পাশাপাশি ক্রিকেটারদের একাগ্রতা দেখে খুশি সাবেক এই ক্রিকেটার। নিজেকে প্রস্তুত করার ব্যাপারে তারা আন্তরিক বলে মনে করেন তিনি। তিন দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্ট এইচপির ক্রিকেটারদের জন্য বড় সুযোগ বলছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
তিনি বলেন, 'ফিটনেস ভালো মানে তাদের একাগ্রতা, সিরিয়াসনেস আছে প্রস্তুত হওয়ার জন্য। আর জাতীয় দলের সাথে যে সিরিজটা খেলবে এটা একটা সুযোগ। কারণ অনেকদিন ম্যাচের বাইরে আছে, যে লেভেলেই হোক ম্যাচ খেলার সুযোগ পাওয়া অনেক বড় ব্যাপার।'
এদিকে এইচপির অনুশীলন শুরু হলেও দলের সঙ্গে নেই হেড কোচ টবি রেডফোর্ড ও বোলিং কোচ চাম্পাকা রামানায়েকে। ভিসা জটিলতা ও মায়ের অসুস্থতায় দলের সঙ্গে নেই তারা। তবে শীঘ্রই তাদের দলের সঙ্গে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দুর্জয়।