এইচপির কোচরা কেন নেই জানালেন দুর্জয়

ছবি: ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে হাই পারফরম্যান্স ইউনিটেরও (এইচপি) যাওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। তবে আপাতত দুই দলের সফরই বাতিল হয়ে গেছে। আর তাই দেশের মাটিতেই আজ থেকে শুরু হয়েছে এইচপির কার্যক্রম। কিন্তু দলের সঙ্গে নেই হেড কোচ টবি র্যাডফোর্ড ও বোলিং কোচ চম্পাকা রামানায়েকে।
এইচপি দলের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় জানিয়েছেন মায়ের অসুস্থতার কারণে এখনই আসতে পারছেন না রামানায়েকে। অপরদিকে র্যাডফোর্ডের না আসার কারণ ভিসা সংক্রান্ত জটিলতা। তবে দুর্জয়ের প্রত্যাশা আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় আসবেন তাঁরা।

দুর্জয় বলেন, 'কোচিং স্টাফদের মধ্যে বাইরের দুইজনের সমস্যা ছিল। আমাদের যে বোলিং কোচ চাম্পাকা রামানায়েকে তাঁর মা অসুস্থ এবং টবি রেডফোর্ডের ভ্রমণেও বাধ্যবাধকতা আছে তাই এখনই যোগ দিতে পারছেন না তারা। কিন্তু হয়তো ১১-১২ তারিখের দিকে চলে আসতে পারেন।'
বিদেশিরা না থাকায় আপাতত দেশিয় কোচদের অধীনেই চলবে এইচপি ক্রিকেটারদের অনুশীলন। বেশ কয়েক জন দেশি কোচ থাকবেন দলের সঙ্গে এমনটাই জানিয়েছেন দুর্জয়।
তিনি বলেন, 'আমাদের এইচপির অন্যান্য যারা আছেন তাঁরা হলেন ব্যাটিং কোচ এহসান ভাই এবং স্পিন কোচ ওয়াহিদুল গনি। এছাড়া সাইফুল ইসলাম আছেন বোলিং কোচ হিসেবে। ফিল্ডিং কোচ মর্তুজা, ট্রেনার তুষার কান্তি ওরাও এ কয়দিন আপাতত কাজ চালাবে।'
এবারের এইচপি দলে রয়েছেন এক ঝাঁক অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। বিশ্বকাপ জয়ের পর এখনো পর্যন্ত প্রতিযোগীতামূলক ম্যাচে মাঠে নামেননি তাঁরা। তবে চলতি মাসের ১১ তারিখ থেকেই এইচপি ও জাতীয় দলের ক্যাম্পে থাকা ক্রিকেটারদের নিয়ে শুরু হবে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট।