promotional_ad

ব্রেট লি-ইশান্ত শর্মার সংমিশ্রণ কার্তিক তিয়াগি!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এ বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দিয়ে আলোচনায় এসেছিলেন কার্তিক তিয়াগি। যুব বিশ্বকাপে ৬ ম্যাচে ১১ উইকেট নেয়া এই তরুণ পেসার আইপিএলের নিলামেও ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বেস প্রাইস ২০ লক্ষ রুপি হলেও, ১ কোটি ৩০ লক্ষ রুপিতে ভারতের উত্তর প্রদেশের এই তরুণকে দলে নেয় রাজস্থান।


কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কার্তিকের ঠিকানা হয় রাজস্থান। তবে আইপিএল অভিষেকের জন্য অপেক্ষা করতে হয়েছে এই তরুণকে। প্রথম ৪ ম্যাচ বেঞ্চে বসে থাকলেও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মঙ্গলবার অভিষেক হয় ডানহাতি এই পেসারের।


promotional_ad

ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে আসা এই তরুণ তৃতীয় বলে রহিতের কাছে ছক্কা খেলেও ভড়কে যাননি। এর দুই বল পরই ডি কককে দারুণ এক বাউন্সারে বিদায় করেন তিনি। সে সময় ধারাভাষ্য কক্ষে থাকা ইয়ান বিশপের কণ্ঠে শোনা যায়, 'কি অসাধারণ একজন তরুণ প্রতিভাবান পেসার'।


অভিষেক ম্যাচে আহামরী কোন পারফরম্যান্স না থাকলেও এই তরুণ আলোচনায় এসেছেন বোলিংয়ের ধরণ নিয়ে। সতীর্থ বেন স্টোকস মনে করছেন, ব্রেট লি এবং ইশান্ত শর্মার সংমিশ্রণ আছে তাঁর মাঝে। মঙ্গলবার ম্যাচ চলাকালীন এমনই এক টুইট করেছেন আইসোলেশনে থাকা ইংলিশ এই অলরাউন্ডার।


টুইটে স্টোকস লিখেছেন, ‘তিয়াগির (কার্তিক ত্যাগী) রানআপ ব্রেট লি’র মতো আর ডেলিভারি ছাড়ার ভঙ্গি অনেকটাই ইশান্ত শর্মার মতো। ইংলিশ এই অলরাউন্ডারের এমন মন্তব্যের পর রি-টুইটে করেছেন ব্রেট লি লিখেছেন, ‘হ্যাঁ, আমিও দেখতে পাচ্ছি।’


তিয়াগি অবশ্য অভিষেক ম্যাচে জয়ের স্বাদ পাননি। মুম্বাইয়ের বিপক্ষে ৫৭ রানে হেরেছে স্টিভ স্মিথের দল। এই নিয়ে টানা ৩ ম্যাচে পরাজয়ের ফলে, টেবিলের সপ্তম স্থানে নেমে গেছে ২০০৮ সালের আইপিএল চ্যাম্পিয়নরা।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball