promotional_ad

শীর্ষে উঠার লড়াইয়ে মাঠে নামছে ব্যাঙ্গালোর-দিল্লি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম ম্যাচে আজ মাঠে নামছে শ্রেয়াস আইয়ারের দিল্লি ক্যাপিটালস ও বিরাট কোহলির র‌য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।


আইপিএলের ১৩তম আসর চললেও এখন পর্যন্ত শিরোপার স্বাদ নিতে পারেনি এবি ডি ভিলিয়ার্স-যুবেন্দ্র চাহালদের ব্যাঙ্গালোর। তবে চলতি মৌসুমের শুরু থেকেই দারুণ ফর্মে আছে দলটি। ৪ ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়েছে সাইমন ক্যাটিচের শিষ্যরা। ৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পয়েন্ট টেবিলের তিনে।


ব্যাঙ্গালোরের মতো দুর্দান্ত ফর্মে আছে দিল্লিও। ব্যাট হাতে দারুণ সময় পার করছেন পৃথ্বী শ ও আইয়াররা। টুর্নামেন্টে এখন পর্যন্ত চার ম্যাচের তিনটিতে জয় পেয়েছে দিল্লি। ব্যাঙ্গোলোরের সমান ৬ পয়েন্ট পেলেও রানরেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান তাদের। সুতরাং আজকের ম্যাচে যে দল জিতবে তারাই টেবিলের শীর্ষে উঠবে। 



promotional_ad

আজকের ম্যাচকে সামনে রেখে একাদশে পরিবর্তন আনতে পারে ব্যাঙ্গালোর। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে টুর্নামেন্টের প্রথম দিকের ম্যাচগুলো না খেললেও ইনজুরি থেকে সেরে উঠায় আজকের ম্যাচে খেলতে পারেন ক্রিস মরিস।


এই প্রোটিয়া অলরাউন্ডার ফিরলে একাদশ থেকে জায়গা হারাতে পারেন অ্যাডাম জাম্পা। ২ ম্যাচ খেলে ১১.৪২ ইকোনোমিতে মাত্র ১টি উইকেট নিয়েছেন এই অজি লেগস্পিনার। ক্যাটিচের দলে পরিবর্তন আনলেও অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামতে পারে দিল্লি।


র‌য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একাদশ (সম্ভাব্য):


দেবদূত পাডিকাল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), গুরকিরাত সিং, শিভাম দুবে, ইসুরু উদানা, ওয়াশিংটন সুন্দর, ক্রিস মরিস, নবদ্বীপ সাইনি এবং যুবেন্দ্র চাহাল।



দিল্লি ক্যাপিটালস একাদশ (সম্ভাব্য):


পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ঋশভ পান্ত (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, মার্কাস স্টয়নিস, হার্শাল প্যাটেল, রবীচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, অমিত মিশ্র এবং অ্যানরিক নরকিয়া।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball