১৪ দিনের কোয়ারেন্টাইন সম্ভব না: ডমিঙ্গো

ছবি: ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কোয়ারেন্টাইন ইস্যুর সমাধান না হওয়ায় সম্প্রতি স্থগিত করা হয়েছে বাংলাদেশ জাতীয় দলের শ্রীলঙ্কা সফর। লঙ্কা সফরের বেধে দেয়া ১৪ দিনের কোয়ারেন্টাইন বিধির শিথিলতা না আসায় আপাতত স্থগিত রাখা হয় তিন ম্যাচের টেস্ট সিরিজটি।
বাংলাদেশ দলকে শ্রীলঙ্কা নেমে ১৪ দিন হোটেলের কক্ষে এক প্রকারে বন্দী থাকতে হতো। কক্ষ থেকে বের হতে পারতেন না সিরিজের সঙ্গে সংশ্লিষ্ট কেউই। আর এই বিষয়টি খেলোয়াড়দের মানসিক চাপ সৃষ্টি করতে পারতো বলেই মূলত স্থগিত রাখা হয় সিরিজটি।

সিরিজটি স্থগিত হওয়ায় হতাশ হলেও এটিকে খেলোয়াড়দের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তিনি মনে করেন ১৪ দিন একটা রুমে একজন খেলোয়াড়ের বন্দি থাকাটা বেশ চ্যালেঞ্জিং বিষয়। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে সাদুবাদ জানাচ্ছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ।
শুক্রবার (২ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এমনটাই জানান ডমিঙ্গো।
তিনি বলেন, 'আমি মনে করি এটা খুবই কঠিন। বিশেষ করে মানসিক দিক থেকে। ফিজিক্যাল এবং ফিটনেসের থেকেও এটা কঠিন। আমার দিক থেকে ১৪ দিন ছোট হোটেল রুমে বন্দি থাকা খুব চ্যালেঞ্জিং। কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে আমার কথা হয়েছিল। মূল সিদ্ধান্তটা বোর্ডই নিয়েছে।'
'আমি অবশ্যই বলবো সিদ্ধান্তটা ভালো হয়েছে। খেলোয়াড়রাও এটাকে স্বাগত জানিয়েছে। সিরিজ স্থগিত হওয়ায় তারা কিছুটা হতাশ হয়েছে। তারা এটা বুঝতে পেরেছে হোটেল রুমে বন্দি থাকা দিনের জন্য অনেক বড় চ্যালেঞ্জটা মানসিক সমস্যা তৈরি করতে পারতো।'