promotional_ad

নিউজিল্যান্ড ও আফগানিস্তান সিরিজ স্থগিত করলো অস্ট্রেলিয়া

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনার প্রভাব কাটিয়ে ইতোমধ্যে মাঠে ফিরেছে ক্রিকেট। কিন্তু এখনও করোনার পেটে যাচ্ছে আন্তর্জাতিক সিরিজ। এরই ধারাবাহিকতায় এবার করোনা গিলে খেল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ এবং অস্ট্রেলিয়া-আফগানিস্তান টেস্ট সিরিজ।


আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী আসন্ন নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে একটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু করোনার প্রকোপে সিরিজটি স্থগিত করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। একই সঙ্গে স্থগিত রাখা হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষের ওয়ানডে সিরিজটিও।


promotional_ad

ধারনা করা হচ্ছে কোয়ারেন্টাইন ইস্যুর জন্য স্থগিত করা হয়েছে সিরিজগুলো। কেননা স্বাস্থ্যবিধিতে কোনো শিথিলতা আনতে নারাজ সিএ।


ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেন, 'ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ভালো বন্ধু নিউজিল্যান্ড ক্রিকেট এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে মিলে কাজ করতে যায়। এবং আমরা আশাবাদী পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা ম্যাচগুলো আয়োজন করবো।'


এই দুটি সিরিজ স্থগিত করলেও ক্রিকেট অস্ট্রেলিয়া বেশ আশাবাদী ভারত সফর নিয়ে। যথাসময়ে সিরিজটি আয়োজন করতে চায় তারা।


এ প্রসঙ্গে নিক বলেন, 'ক্রিকেট অস্ট্রেলিয়া ভারত দলকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে। সেই সঙ্গে আশা করছে চলতি গ্রীষ্মে ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়েই দুর্দান্ত কিছু ম্যাচ উপহার দেবার।'


ডিসেম্বরে চারটি টেস্ট, তিন ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবার কথা রয়েছে ভারতের। ডিসেম্বরের ১৭ তারিখ থেকে প্রথম টেস্টটি মাঠে গড়াবে বলে আসা করা যাচ্ছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball