promotional_ad

শ্রীলঙ্কা সফরের প্রাথমিক স্কোয়াডে ২৭ জন

ছবি: বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ২৭ জনের প্রাথমিক স্কোয়াড নির্বাচন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। তাদের নিয়েই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আবাসিক ক্যাম্পের আয়োজন করা হবে।


ইতোমধ্যেই সেই স্কোয়াড অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বিসিবি সভাপতির কাছে। অনুমতি পাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করা হবে। শ্রীলঙ্কা সফরের জন্য ২৭ জনের স্কোয়াড থেকে ২০-২১ জনকে বাছাই করা হবে।


করোনা পরিস্থিতি এবং ভিসা জটিলতার কথা মাথায় রেখে এবার বেশ কয়েকজন বাড়তি সদস্য নিয়ে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। সর্বশেষ তিন সিরিজে খেলা ক্রিকেটারদের নিয়েই ২৭ জনের স্কোয়াড তৈরি করেছেন নির্বাচকরা। 



promotional_ad

টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে স্কোয়াডে রয়েছেন তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, সৌম্য সরকার, ইমরুল কায়েস এবং নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে আছেন মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস এবং মাহমুদউল্লাহ রিয়াদ।


স্কোয়াডে আছেন মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী রাব্বি এবং নুরুল হাসান সোহানও। প্রাথমিক স্কোয়াডে থাকলেও মূল স্কোয়াডে মাহমুদউল্লাহর থাকা না থাকা নিয়ে ধোঁয়াশা রয়েছে।


স্পিনারদের মধ্যে জায়গা পেয়েছেন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান এবং সানজামুল ইসলাম। চারজন স্পিনার থাকলেও প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে এক ঝাঁক পেসার।


মুস্তাফিজুর রহমানের সঙ্গে ডাকা হয়েছে রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী এবং হাসান মাহমুদ। 



জাতীয় দলের নির্বাচকরা বেশ কয়েকবার জানিয়েছেন, তারা ৬-৭ জন পেসার নিয়ে শ্রীলঙ্কায় যেতে চান। তিনজন স্পিনারের সঙ্গে থাকবেন আর বাকি ১১-১২ জন হবেন ব্যাটসম্যান। আইসিসির নিষেধাজ্ঞা থাকার কারণে সাকিব আল হাসানকে স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হচ্ছে না।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball