ক্রিকেটারদের করোনা পরীক্ষা হবে বেসরকারি হাসপাতালে!

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে লড়বে বাংলাদেশ। একই বিমানে জাতীয় দলের সঙ্গে যাবে হাই পারফরম্যান্স দলও। লঙ্কাদ্বীপে যাওয়ার আগে ঘরের মাঠে তিনবার করোনা পরীক্ষা করা হবে ক্রিকেটারদের। তবে বাংলাদেশে থাকাকালীন শেষ করোনা পরীক্ষা নিয়ে বাড়তি সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকেটারদের করোনা পরীক্ষা নেয়া হবে দেশের একটি বেসরকারি হাসপাতালে। বেশ কয়েকবার করোনা পরীক্ষার ফলাফল সঠিক না আসায় সরকারি হাসপাতালের দিকে যায়নি বিসিবি। আর শ্রীলঙ্কায় যাওয়ার আগে কোনো প্রকার ঝুঁকিও নিতে চাইছে না বোর্ড।
বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে। সম্প্রতি অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষার ফলাফলের কারণেই এই সিদ্ধান্ত নিচ্ছে বোর্ড। যুবাদের তিন ধাপের করোনা পরীক্ষার প্রথম ধাপে ইফতেখার হোসেন ইফতির করোনা পজেটিভ এসেছিল।

করোনা পজিটিভ হওয়ার সঙ্গে সঙ্গেই তরুণ এই ক্রিকেটারকে আইসোলেশনে রেখে চিকিৎসা দিয়ে আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু অবাক করা ব্যাপার হলো এর ৪৮ ঘণ্টা পরেই দ্বিতীয় ধাপের পরীক্ষায় উৎরে যান ইফতি!
ইফতির শরীরে আদৌ করোনা আছে কিনা নিশ্চিত হতে সোমবার (২৪ আগস্ট) তৃতীয়বার করোনা পরীক্ষা করানো হয় তাঁর। সেই পরীক্ষায় আবারও করোনা নেগেটিভ আসে বরিশালের এই ক্রিকেটারের।
এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা বলেন, 'ইফতির বিষয়টি বেশ ব্রিব্রতকর এবং অপ্রত্যাশিত। এখন আমাদের নিশ্চিত করতে হবে যেন এমন আর কিছু না হয় শ্রীলঙ্কা সফরের আগে।'
ইফতির করোনা পরীক্ষার নিয়ে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হওয়ায় প্রাইভেট হাসপাতালের প্রতি গুরুত্ব দিচ্ছে ক্রিকেট বোর্ড। বোর্ডের আরেকজন কর্মকর্তা বলেছেন, 'আমরা শেষ পরীক্ষাটি করার চেষ্টা করছি বেসরকারি প্রতিষ্ঠানের থেকে। প্রথম দুটি পরীক্ষা করা হয়েছে ডিজিএসএইচের মাধ্যমে। আমরা নিশ্চিত হওয়ার জন্য এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছি (বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষা)।'
কয়েকদিন আগে বিসিবি জানিয়েছিল আসন্ন শ্রীলঙ্কা সফরের আগে ৩৮ জন ক্রিকেটারের করোনা পরীক্ষা করবে তারা। একই সঙ্গে ১৫ জন ক্রিকেটারকে ব্যাকআপ হিসেবে রাখা হবে সিরিজটির জন্য। সবকিছু ঠিক থাকলে ২৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মাটিতে পা রাখবে বাংলাদেশ। তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২৪ অক্টোবর।