অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজদের সঙ্গে সিরিজ আয়োজনের ভাবনায় আফগানিস্তান
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে একটি টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ খেলার আশা প্রকাশ করেছে। আর এই টুর্নামেন্টের ভেন্যু হবে ভারত।
সম্প্রতি এসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নাজিম জার আবদুলরহিমজাই ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন।

নাজিম জার বলেন, 'বিশ্বকাপের আগে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজটি। আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া এই তিন দেশ খেলবে সিরিজটি। তিন বোর্ডই মৌখিকভাবে সিরিজটি খেলতে সম্মত হয়েছে।'
করোনার প্রাদুর্ভাবের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি বাতিল হয়ে গিয়েছিল আফগানিস্তানের। শঙ্কায় রয়েছে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজও।
তবে এসিবি চেষ্টা করছে ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলার। সেই পরিকল্পনা মতো এগিয়েও যাচ্ছে বোর্ড। আফগানিস্তানের প্রধান নির্বাচক অ্যান্ডি মোলস আশাবাদী আইসিসি ফিউচার প্ল্যান অনুযায়ী নভেম্বরে অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ খেলতে তাদের আতিথ্য দেবে।
মোলস বলেন, 'আমরা ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট ম্যাচ নিশ্চিত করার দিকে চেষ্টা চালাচ্ছি।'