বাড়িতে গিয়ে করোনা পরীক্ষা করানো হবে মুশফিক-তামিমদের

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
করোনার প্রাদুর্ভাবের ভেতরেই সেপ্টেম্বরে শ্রীলংকায় টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আর এই সিরিজকে সামনে রেখে আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে ক্রিকেটারদের করোনা পরীক্ষার কাজ। সব কিছু ঠিক থাকলে দেশ ছাড়ার কিছু দিন আগে থেকেই শুরু হবে এই কাজ। ক্রিকেটারদের বাড়িতে গিয়ে সংগ্রহ করা হবে নমুনা।
মঙ্গলবার (১৮ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদে?? ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যান এবং বিসিবির পরিচালক আকরাম খান।

আকরাম খান বলেন, 'আজকে এসে কিছু জিনিসে পরিবর্তন হয়েছে, দুই চারদিন এদিক সেদিক হচ্ছে। ১৮ তারিখ আমরা সবার বাসায় গিয়ে কোভিড টেস্ট করবো। এরপর ২০ তারিখের দিকে হোটেলে ওঠার চিন্তা ভাবনা করেছি। ২১ তারিখ থেকে কিছুদিন অনুশীলন করে আমরা শ্রীলংকা যাবো।'
আকরাম খান আর বলেন, 'আমরা এখানে ১৮ তারিখ একবার করবো, ২১ তারিখ একবার করবো এবং যাওয়ার আগে একবার করবো। সেখানে গিয়েও করবে, যতটুকু শুনলাম শ্রীলঙ্কা বোর্ডও ঘন ঘন টেস্ট করাবে। আল্লাহ না করুক এরপরও কেউ আক্রান্ত হলে কোয়ারেন্টাইনে রাখতে হবে, এসব নিয়েই চিকিৎসকদের সাথে আলাপ আলোচনা হচ্ছে। যতটুকু সতর্ক থাকা যায় আরকি।'
একই সঙ্গে বিসিবির এই পরিচালক নিশ্চিত করেন যে তামিম-মুশফিকদের কোচিং স্টাফরা সেপ্টেম্বরের প্রথম দিকেই কাজে যোগ দেবেন। কোয়ারেন্টিন শেষ করে তবেই তারা মাঠে অনুশীলনে যোগ দেবেন।
এ প্রসঙ্গে আকরাম খান বলেন, 'কোচিং স্টাফরা আগামী মাসের প্রথম দিকে এসে পড়বে। কোয়ারেন্টাইনে থাকার পরই তারা মাঠে এসে অনুশীলন করাতে পারবে।'