লঙ্কা যাওয়ার ১৫ দিন আগে ক্রিকেটারদের করোনা পরীক্ষা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দেশের করোনা পরিস্থিতি সরকারি হিসেবে কিছুটা উন্নতির দিকে। যদিও বাস্তবিক প্রেক্ষাপটে এখনও কমেনি করোনার সংক্রমণ। এরই ভেতর মাঠে ফিরেছেন ক্রিকেটাররা। শুরু করেছেন একক অনুশীলন। আবার সামনে শ্রীলংকা সফর। সবকিছু ঠিক থাকলে আগামী দুই মাসের ভেতর লঙ্কা সফরে যাচ্ছে টিম বাংলাদেশ।
কিন্তু এমন পরিস্থিতিতে বিনা মেঘে বজ্রপাতের মতো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ১৪ সদস্যের ১৮ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতিতে বেশ ভাবিয়ে তুলছে দেশের অন্যান্য ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থাকেও। ব্যতিক্রম নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। ফলে লঙ্কা সফরে যাওয়ার পূর্বে ক্রিকেটারদের কোভিড-১৯ পরীক্ষা করাতে বদ্ধপরিকর বিসিবি।

সম্প্রতি সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।
নিজামউদ্দিন বলেন, 'শ্রীলঙ্কা সফরের দিন চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে এই পরীক্ষা (কোভিড-১৯) শুরু হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে বিসিবি করোনা পরীক্ষার উদ্যোগ নিতে পারে। বিসিবি কেবল ক্রিকেটার এবং কোচ নয়; ক্রিকেটারের কাছাকাছি আসতে পারে এমন সবাইকে করোনা পরীক্ষা করানো হবে।'
এ প্রসঙ্গে আকরাম খান বলেন, 'করোনভাইরাস পরীক্ষা অবশ্যই করা হবে। আমাদের এটা করতেই হবে। আমরা সফরে যাওয়ার ১৫ দিন আগে করোনা পরীক্ষা করাব। যাতে কারও করোনা শণাক্ত হলেও আইসলেশনের মাধ্যমে সেরে উঠতে পারেন।'
এদিকে শীঘ্রই জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরুর বিষয়ে বেশ আশাবাদী আকরাম খান। চলতি মাসের মাঝামাঝি এই ক্যাম্প শুরু করতে আশাবাদী তিনি।
বিসিবির এই পরিচালক বলেন, 'পরিস্থিতির উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে ক্যাম্প শুরু হবে। একক অনুশীলনের দ্বিতীয় পর্বটি ১৩ আগস্ট শেষ হতে চলেছে। আমরা এখানে ভালভাবে শেষ করতে পারলে আশা করছি আগস্টের মাঝামাঝি থেকে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু করব।'