দূর্নীতির দায়ে বরখাস্ত হলেন আফগান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা লুৎফুল্লাহ স্টানিকজাইকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যবস্থাপনা, অসন্তুষ্টিজনক পারফরম্যান্স এবং বোর্ড ম্যানেজারদের সাথে খারাপ আচরণের কারণে বরখাস্ত করেছে এসিবি।
সোমবার (২৭ জুলাই) এসিবি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

এসিবি চেয়ারম্যান ফারহান ইউসুফজাই প্রথমে মৌখিক ও লিখিত সতর্কবাণী দিয়েছিলেন স্টানিকজাইকে। কিন্তু তাতে ব্যর্থ হয়ে ২৯ জুলাইয়ের মধ্যে তার সমস্ত দায়িত্ব হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন। ধারণা করা হচ্ছে ইনামুল্লাহ শিরজাদকে তার স্থলাভিষিক্ত করা হবে।
এদিকে, ২০১৮ সালে গাজী আমানউল্লাহ খান লিস্ট-এ টুর্নামেন্ট চলাকালীন দলিল জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পরে এসিবি তাদের প্রাক্তন ঘরোয়া ব্যবস্থাপক হাস্তি গুল আবেদের চুক্তিও বাতিল করে দিয়েছিল।
আবেদ এসিবির ঘরোয়া ক্রিকেটের ম্যানেজারসহ বিভিন্ন পদে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেছিলেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নিয়েছিল।
এসিবির মানবসম্পদ নীতিমালার অনুচ্ছেদের ৬ ধারার অধীনে স্টানিকজাইকে বরখাস্ত করা হয়েছে। ধারা অনুযায়ী দুর্নীতির অভিযোগ ও এই জাতীয় অন্যান্য কর্মকাণ্ডে দোষী সাব্যস্ত হলে কর্মচারীদের বরখাস্ত করা হবে।
এসিবি ঘোষণা করে যে ক্রিকেট বোর্ডের নির্বাহী পরিচালক পদটি সবার জন্যই উন্মুক্ত এবং বোর্ডের মানব সম্পদ নীতি ও তা বিবেচনায় রেখে একটি উপযুক্ত প্রার্থী নির্বাচন করা হবে।