promotional_ad

অনেকগুলো ৫০-১০০ হাতছাড়া হয়ে যাচ্ছে: মুশফিক

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


করোনাভাইরাসের দাপটে সারা বিশ্বেই লম্বা সময় ক্রিকেট বন্ধ ছিল। এই সময় বাংলাদেশের ক্রিকেটাররাও ঘরবন্দি জীবন কাটিয়েছেন। বেশ কয়েকজন ক্রিকেটার এরই মধ্যে অনুশীলনে ফিরলেও অচিরেই খেলায় ফেরা হচ্ছে না তাদের।


এক ভিডিও বার্তায় বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম জানিয়েছেন, খেলা না থাকায় অনেক ৫০-১০০ হাতছাড়া হয়ে যাচ্ছে। এজন্য আফসোসে পুড়ছেন তিনি। সেই সঙ্গে টিভিতে খেলা দেখে নিজেকে প্রস্তুত করছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।



promotional_ad

এ প্রসঙ্গে মুশফিক বলেন, 'খেলা দেখলে আফসোস লাগে। সারাদিন বাসায় বসে থাকলে পরিবারের সঙ্গে সময় কাটানো আর খেলাটাই দেখা হয়। একটু হলেও খারাপ লাগে। অনেকগুলো ৫০ বা ১০০ হাতছাড়া হয়ে যাচ্ছে। তবে চেষ্টা করছি টিভিতে খেলা দেখে নিজেকে কিভাবে মানসিকভাবে প্রস্তুত করা যায়।'


চলতি বছরের এশিয়া কাপ বাতিল হয়ে গেছে বেশ কিছুদিন আগে। সেই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপও পিছিয়ে গেছে। বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের ভাগ্যও ঝুলে আছে। তবুও সামনের খেলাধুলার জন্য নিজেকে মানসিক ভাবে প্রস্তুত রাখছেন মুশফিক।


তিনি বলেন, 'সব ঠিক থাকলে সামনে আমাদের কী কী খেলা হবে সেসব নিয়ে একটু মানসিকভাবে প্রস্তুত থাকা। আর কিভাবে নতুন নিয়মে ব্যবহার হচ্ছে, এসব খেলা দেখে শেখার চেষ্টা করছি।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball