promotional_ad

ইসিবির নিরাপত্তা প্রোটোকলকে প্রশ্নবিদ্ধ করলেন হোল্ডিং

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রণীত বায়ো সিকিউরিটি প্রোটোকলের সমালোচনা করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার মাইকেল হোল্ডিং। ইংল্যান্ড দলের বাসে করে ভ্রমণ না করার সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মনে করছেন তিনি।  


ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ দিয়ে দীর্ঘ দিন পর মাঠে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকায় ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে বায়ো সিকিউরিটি প্রোটোকলের বিশেষ ব্যবস্থা করেছে ইসিবি।


promotional_ad

তারই অংশ হিসেবে ব্যক্তিগত গাড়িতে করে ভ্রমণের নির্দেশ দেয়া হয়েছে। এখানেই মূলত আপত্তি ক্যারিবিয়ান কিংবদন্তী হোল্ডিংয়ের। করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়ার পরেও জো রুটদের টিম বাসে না ওঠার কারণ বোধগম্য হচ্ছে না তাঁর।


হোল্ডিং বলেন, ‘ইসিবি ও এই প্রটোকল নিয়ে আমার কিছু প্রশ্ন রয়েছে। আমি বুঝতে পারছি প্রোটোকল আরো বেশি যৌক্তিক হওয়া উচিত। ইংল্যান্ড দল কেন বাসে ভ্রমণ করছে না? তারা ইতোমধ্যে করোনা ভাইরাস পরীক্ষায় পাস করেছে ও সবাই এক সঙ্গে থাকছে।’


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষে পাকিস্তানের বিপক্ষে সমান সংখ্যক ম্যাচের সিরিজ খেলবে ইংল্যান্ড। এই সিরিজ দুটিকে সামনে রেখে ইসিবির নির্ধারণ করা প্রোটোকলকে প্রশ্নবিদ্ধ করেছেন হোল্ডিং। 


তাঁর ভাষ্যমতে, ‘তারা ৬টি টেস্ট (ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান সিরিজ) সামনে রেখে একসাথে হয়েছে। এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করছে। তাহলে কেন তারা পরবর্তী গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে টিম বাসে উঠছে না? তারা কেন ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করছে?’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball