promotional_ad

বিদেশে ভালো ব্যাটিংয়ের উপায় বাতলে দিলেন মুশফিক

ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাম্প্রতিক সময়ে ইউটিউব চ্যানেল খুলেছেন মুশফিকুর রহিম। জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ইউটিউবে ক্রিকেট বিষয়ক বিভিন্ন শিক্ষামূলক ভিডিও আপলোড করবেন বলে আগেই প্রতিশ্রুতি দিয়েছেন। এবার সেই প্রতিশ্রুতির দিকে এক ধাপ আগালেন তিনি। মুশফিকের চ্যানেলে আপলোড করা ভিডিওতে দেখা যায়, তিনি গ্রানাইটের উইকেটে ব্যাটিং করছেন।


বিদেশের উইকেটে ভালো ব্যাটিং করতে হলে গ্রানাইটের উইকেটে ব্যাটিং করে উপকার পাওয়া যায়- এমনটা জানিয়েছেন মুশফিক। প্রায় চার মিনিটের সেই ভিডিওতে দেখা যায়, গ্রানাইটের উইকেটে মাঠের চারপাশে আগ্রাসী সব শট খেলছেন মুশফিক।


ভিডিওর ক্যাপশনে মুশফিক লেখেন, 'অনেক জায়গায় সাক্ষাৎকারে আমি নেট সেশনে গ্রানাইটের ওপর ব্যাটিংয়ের উপকারের কথা বলেছি। ভাবলাম এ ব্যাপারে আপনাদের সাথেও শেয়ার করি।


promotional_ad

গ্রানাইটে ব্যাটিং করার অভিজ্ঞতা দেশের বাইরে খেলতে গেলে দারুণ কাজে দেয়। আমার ইউটিউব চ্যানেলে অনুশীলনটা দেখতে পারেন।'


করোনার প্রকোপের সময় ব্যস্ত সময় পার করছেন মুশফিক। শুরুর দিকে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে যোগ দিতে দেখা যায় তাঁকে। নিজ শহর বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাঁর পক্ষ থেকে ত্রাণ দেয়া হয়।


কয়েকমাস আগে নিজের সেবামূলক প্রতিষ্ঠান 'এম আর-১৫ ফাউন্ডেশন' গড়ে তোলেন তিনি। ভক্তদের মাঝে প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করে নেন ফাউন্ডেশনের লোগো।


খেলার মধ্যে না থাকলেও নিয়মিতই অনুশীলন করছেন মুশফিক। শুরুতে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের অনুমতি চেয়েও পাননি তিনি।


ঘরেই চালিয়ে যাচ্ছিলেন নিজের ফিটনেস অনুশীলন। পরবর্তীতে বাড্ডার বেরাইদে ফর্টিস গ্রুপের মাঠে অনুশীলন করতে দেখা যায় মুশফিককে।


খেলার এই বিরতিতে নিজের ইউটিউব চ্যানেলে নিজের ব্যাটিংয়ের ভিডিও ও প্রয়োজনীয় কিছু টিপস দেবেন বলে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম- ফেসবুকে লিখেছেন তিনি।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball