বিদেশের মাটিতে এইচপির ক্যাম্প আয়োজন করবে বিসিবি

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
প্রতি বছরই বেশ কিছু প্রোগ্রামে অংশ নেয় বিসিবি এইচপি দল। তারই ধারাবাহিকতায় এবছরও এইচপি দল নিয়ে নানা পরিকল্পনা ছিল বিসিবির। কিন্তু দেশে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সেই পরিকল্পনা স্থগিত রাখতে হচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে।
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শ্রীলঙ্কা কিংবা অন্য দেশে এইচপি দলের ক্যাম্প করার ক্ষেত্রে জোর দিচ্ছে বিসিবি। বৃহস্পতিবার গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।

এইচপি দলের প্রোগ্রাম প্রসঙ্গে নিজামউদ্দিন বলেন, 'যদি সম্ভব হয় এবং সবকিছু আমাদের অনুকূলে থাকে আমাদের হাই পারফরম্যান্স প্রোগ্রামটা দেশেই করবো। সেক্ষেত্রে পরিস্থিতি যদি অনুকূলে না থাকে আমরা চেষ্টা করবো শ্রীলঙ্কা কিংবা অন্য কোন দেশে বিকল্প তৈরি করতে। যেখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা সরবরাহ করা যাবে এবং হাই পারফরম্যান্সে এ বছর যারা গ্রুপে থাকবে তাদের নিয়ে আলাদা একটা প্রোগ্রাম করা যায় কিনা।'
দেশে সার্বিক পরিস্থিতি অনুকূলে না থাকায় হাই পারফরম্যান্সের প্রোগ্রাম সফলভাবে পরিচালনা করার ব্যাপারে সন্দিহান বিসিবি। আর সেকারণেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে এই ব্যাপারে আলোচনা করেছে তারা বলে জানান নিজামউদ্দিন।
তিনি বলেন, 'আমাদের প্রত্যেক বছরে হাই পারফরম্যান্সের (এইচপি) একটা প্রোগ্রাম থাকে এবং সেই প্রোগ্রামের আওতায় অনেকগুলো খেলোয়াড় ট্রেনিং করে, স্কিল নিয়ে কাজ করে। যেহেতু আমাদের দেশের সার্বিক পরিস্থিতি এখনো অনুকূলে না এ কারণে আমরা নিশ্চিত না দেশে কতটা সফলতার সাথে এ প্রোগ্রামগুলো করতে পারবো। এর আলোকে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সাথে আমাদের খুবই প্রাথমিক পর্যায়ের একটি আলোচনা হয়েছে।'