promotional_ad

ইতিহাস গড়তে 'ইতিহাস' নিয়ে ভাবছে না ওয়েস্ট ইন্ডিজ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইতিহাস গড়ার সুযোগ ওয়েস্ট ইন্ডিজের সামনে। ১৯৮৮ সালের পর ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে আছে জেসন হোল্ডারের দল। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে জিতলেই ৩২ বছর পর ইতিহাসের সাক্ষী হবে ক্যারিবিয়ানরা।


সিরিজের প্রথম টেস্ট ৪ উইকেটে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে এখন সফরকারীরা। ওল্ড ট্রাফোর্ডে জিততে সর্বোচ্চটা দিয়েই খেলতে হবে তাদের।বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৪টা থেকে শুরু হবে হোল্ডারবাহিনীর ইতিহাস গড়ার মিশন।


promotional_ad

পেছনে কি হয়েছে তা নিয়ে ভাবতে নারাজ কোচ ফিল সিমন্স। তিনি জানিয়েছেন, দ্বিতীয় টেস্ট চলাকালীন কী হবে তা নিয়েই শুধু ভাবতে হবে। কোচ ভালোভাবেই জানেন, প্রথম টেস্টের সাফল্যের কথা আসবেই খেলোয়াড়দের মনে। 


সিমন্স বলেন, 'ওটা আমাদের জন্য দারুণ ব্যাপার ছিল। কারণ, ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের রান তাড়া করতে কেউ চায় না। এখন আমাদের আত্মতুষ্টিতে ভোগা বাঁধ দিয়ে প্রথম টেস্টের আগে যা করেছি, তা–ই করতে হবে। ওই টেস্ট এখন ইতিহাস। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত কী করব, তা নিয়ে এখন আমাদের ভাবতে হবে।'


ইতিহাস নিয়ে কথা বলেছেন অধিনায়ক হোল্ডারও। জানিয়েছেন, এ নিয়ে আপাতত ভাবছে না তাঁর দল। ক্যারিবিয় দলপতি বলেন, 'আমি ছেলেদের কাছে ইতিহাসের কোনো প্রসঙ্গই তুলিনি। প্রথম টেস্ট ম্যাচটি জিতে পাজলের একটি অংশই মাত্র মিলিয়েছি। আমাদের আরও দুটি ম্যাচ খেলতে হবে। আগ বাড়িয়ে কিছু ভাবার দরকার নেই।'


তবে হোল্ডার স্বীকার করলেন সাউদাম্পটনে তাঁদের সাফল্য করোনার এই সময়ে একটু হলেও হাসি ফুটিয়েছে ক্যারিবীয় মানুষের মুখে, 'এই কোভিড জিনিসটা পুরো বিশ্বকেই মনমরা করে ফেলেছে। আমি জানি ক্রিকেটের মতো কিছুই শুধু ক্যারিবিয়ানের মানুষকে এক সুতোয় বাঁধতে পারে।' 


'এটা জেনে সত্যিই ভালো লাগছে যে এখন পর্যন্ত ক্যারিবিয়ানদের একটু হলেও খুশি করতে পেরেছি। তাঁদের মন আরও বেশি পেতে হলের সিরিজ জিততে হবে।' আরও যোগ করেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball