promotional_ad

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে ঘিরে বিসিবির পরিকল্পনা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। আগামী আসরেও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও যুব বিশ্বকাপের এখনও ১৬ মাস বাকি।


এখন থেকেই যুব দল নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, করোনার কারণে ইতোমধ্যে কয়েক মাস পিছিয়ে গেছেন তারা। তাই যত দ্রুত সম্ভব যুব দল নিয়ে কাজ শুরু করতে চান তারা।


promotional_ad

বুধবার (১৫ জুলাই) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সুজন বলেন, 'আমাদের আগামী বছর নিয়ে পরিকল্পনা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ১৬ মাস দূরে আছে। ওইটাকে মাথায় রেখেই পরিকল্পনা করা যায় আমরা কিভাবে আগাবো। যেহেতু অনেকগুলো মাস পিছিয়ে গেছি আমরা। এখন তো আমরা মাঠে যেতেও পারছি না। অনুশীলনের ব্যবস্থাও করতে পারছি না। আমরা কি করতে পারি সামনে এটা নিয়েই কথা হয়েছে।'


সবকিছু ঠিক থাকলে ইদের পর থেকেই যুব দলের প্রস্তুতি ক্যাম্প শুরু করতে চায় বিসিবি। যদিও এই ক্যাম্প শুরুর আগে সরকারী অনুমোদন লাগবে তাদের। সেটারই অপেক্ষায় আছেন তারা। এ ছাড়া স্কুল ক্রিকেটের প্রতিটি জোনের চ্যাম্পিয়নদের নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির।


সেসব কথা জানিয়ে সুজন বলেন, 'আমাদের পরিকল্পনা আছে ঈদের পর যদি পরিস্থিতি ভালো হয় এবং সরকারী অনুমতি যদি আমরা পাই তাহলে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পটা শুরু করতে চাই। যারা বিশ্বকাপ থেকে ফিরে এসেছে তাদের নিয়েও আমাদের কিছু আলাপ ছিল। আমরা চেষ্টা করছি স্কুল ক্রিকেটে সব জোনাল চ্যাম্পিয়নদের নিয়ে আমরা একটা লঙ্গার ভার্সন টুর্নামেন্ট করতে পারি কিনা। এগুলো নিয়েই আমরা আলাপ করেছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball