promotional_ad

সিপিএলে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তামিম-মাহমুদউল্লাহরা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে খেলার প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান এবং মাহমুদউল্লাহ রিয়াদ। তারা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।


এর মধ্যে তামিমকে ৯০ হাজার ডলারে চুক্তির প্রস্তাব দিয়েছিল একটি ফ্র্যাঞ্চাইজি। তামিম সেই প্রস্তাবে রাজি হননি। মূলত করোনা পরিস্থিতির কথা ভেবেই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।


promotional_ad

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ প্রসঙ্গে তামিম জানালেন,  'প্রস্তাবটি যথেষ্টই আকর্ষণীয় ছিল। তবে অনেক কিছু ভাবনায় রাখতে হয়েছে আমাকে। প্রথমত, আমাদের দেশের করোনাভাইরাস পরিস্থিতি এখনও খুব ভালো নয়। আমি খেলতে যাওয়ার পর আমার পরিবারের কেউ আক্রান্ত হলে দ্রুত ফিরে আসা খুব কঠিন। ক্যারিবিয়ানে ও সারা বিশ্বের বিমান যোগাযোগ এখনও স্বাভাবিক নয়। এতসব দুর্ভাবনা নিয়ে খেলাও কঠিন।'


'এছাড়া ঈদের পর ঢাকা প্রিমিয়ার লিগের খেলা যদি শুরু হয়, সেটিও ভাবতে হয়েছে। কারণ আমার ক্লাব আমাকে ঘিরেই দল ও পরিকল্পনা সাজিয়েছে। সব মিলিয়েই না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সিপিএলের যে ফ্র্যাঞ্চাইজি আমার প্রতি আগ্রহী ছিল, তাদেরকে ধন্যবাদ জানিয়েই বলেছি যে এই পরিস্থিতিতে যাওয়া কঠিন।'


গত মার্চ থেকেই করোনার তাণ্ডবের কারণে বাংলাদেশে সব ধরণের ক্রিকেট বন্ধ। সর্বশেষ প্রিমিয়ার লিগে খেলেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। এক রাউন্ড শেষেই এই আসরটি স্থগিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball