হোল্ডারদের হাতছানি দিচ্ছে বিশাল বোনাস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের আর্থিক সংকট নতুন কিছু নয়। সাধারণ সময়েই প্রায়শই আর্থিক সংকটের মুখোমুখি হতে হয় বোর্ডটিকে। আর করোনা পরিস্থিতিতে খেলা বন্ধ থাকায় বেহাল দশায় পড়তে হয়েছে ক্যারিবীয়ান বোর্ডকে। ইংল্যান্ডের কাছ থেকে ঋণ নিয়ে সিরিজ খেলতে আসতে হয়েছে তাদের।
যেখানে সিরিজ খেলতে আসতে হচ্ছে স্বাগতিক দেশের কাছ থেকে ঋণ করে, সেখানে নিজ দেশের খেলোয়াড়দের পাওনাদি ঠিকমতো পরিশোধের বিষয়টি প্রশ্নবিদ্ধ থেকেই যায়। আর বোনাস, সে তো স্বপ্নের মতো।

তবে হয়তো স্বপ্ন সত্যি হতে যাচ্ছে জেসন হোল্ডারের দলের। কেননা তাদের হাতছানি দিচ্ছে বড় রকমের বোনাস। যা কিনা তাঁরা পেতে পারে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয়ের মাধ্যমে।
ইতোমধ্যেই তিন ম্যাচের সিরিজ ১-০ তে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগামীকালের দ্বিতীয় ম্যাচটি জিততে পারলে সিরিজ নিজেদের নামে করে নেবে সফরকারীরা। ফলে স্কোয়াডের প্রতি সদস্য উইনিং বোনাস হিসেবে পাবেন ১৮৭৫ পাউন্ড (প্রায় দুই লাখ টাকা) করে। সেক্ষেত্রে পুরো দলের বোনাসের পরিমাণ দাঁড়াবে ৩ হাজার ৮০০ পাউন্ড। বাংলাদেশি টাকায় হিসেব করলে অর্থের পরিমাণটা দাঁড়ায় ২৫ লাখ টাকার বেশি।
পুরো বোনাসের অর্ধেক অর্থাৎ সাড়ে ১২ লাখ টাকা দেয়া হবে ১৫ সদস্যের স্কোয়াডে থাকা খেলোয়াড়দের। বাকিটা ভাগ করে দেয়া হবে দলের অন্যান্যদের মধ্যে।
তবে একইভাবে বোনাস পাবেন ইংলিশ ক্রিকেটাররাও। তবে তাদের বোনাসের পরিমাণটা হোল্ডারদের চেয়ে বেশ কম। ইংল্যান্ড সিরিজ জিতলে দলের প্রতি খেলোয়াড় পাবে প্রায় ৬ হাজার ৫০০ পাউন্ড বা প্রায় ৭ লাখ টাকা করে। যা কিনা ক্যারিবীয়দের তুলনায় বেশি প্রায় সাড়ে তিন গুণ।