বাতিল হয়ে যাচ্ছে ইংল্যান্ডের ভারত সফর?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সেপ্টেম্বরে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলতে ভারত সফরে যাওয়ার কথা রয়েছে ইংল্যান্ডের। কিন্তু দেশটির করোনা পরিস্থিতি দিন দিন শোচনীয় হয়ে ওঠায় বাতিল হয়ে যেতে পারে সিরিজটি।
ভারতের কয়েকটি গণমাধ্যম বুধবার (১৫ জুলাই) এই তথ্য দিয়েছে। তবে বোর্ড ফর ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই) এখনও বিষয়টি নিয়ে চূড়ান্ত কিছু জানায়নি। শুক্রবার এই বিষয়ে আনুষ্ঠানিক বৈঠকে বসবে বিসিসিআই।
ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, ‘সেপ্টেম্বরের শেষ দিকে ইংল্যান্ডের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আসার কথা ছিল। কিন্তু বর্তমান যে পরিস্থিতি তাতে ইংল্যান্ড এই সফরে আসতে চাইবে না।’
এর আগে আগস্টে ভারত সফরে আসার কথা নিউজিল্যান্ড 'এ' দলের। বর্তমান পরিস্থিতিতে অনিশ্চয়তায় পড়ে গেছে এই সিরিজটিও। এই সিরিজের ব্যাপারেও সভায় আলোচনা করা হবে।

বিসিসিআইয়ের সেই কর্মকর্তা আরও বলেন, ‘নিউজিল্যান্ড ‘এ’ দলেরও আগস্টে সফরে আসার কথা। কিন্তু এই অবস্থায় মনে হচ্ছে এই সিরিজটিও হবে না। আশা করছি, এফটিপি ইস্যুতে আনুষ্ঠানিক ঘোষণা একটা আসবে। কারণ শুক্রবারই বোর্ডের সভায় এই বিষয়টি রয়েছে। ’
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোও ইংল্যান্ডের ভারত সফর বাতিল হওয়া নিয়ে খবর প্রকাশ করেছে। তাঁদের দাবি, স্থগিত হওয়া সফরটি আগামী বছরের সেপ্টেম্বরে হতে পারে।