কোয়ারেন্টাইন শেষ হয়েছে আজহার-বাবরদের
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ড সফরে প্রথম ধাপের পরীক্ষায় পাশ করেছে পাকিস্তান। ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষ হয়েছে তাঁদের। এই কঠিন পর্ব শেষ করে ইতোমধ্যে ডার্বিতে পৌঁছেছে আজহার আলীর দল।
ডার্বিতে অনুশীলনের দ্বিতীয় লেগে অংশ নেবে পাকিস্তানের ক্রিকেটাররা। এরপর শুরু হবে টেস্ট সিরিজের লড়াই। ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৫ আগস্ট।
ডার্বিতে কয়েকদিন অনুশীলন করে পহেলা আগস্ট ম্যানচেস্টারে যাবে পাকিস্তান দল। সফরকরারী দলের ২৯ সদস্যই এখন ডার্বিতে অবস্থান করছেন। সেখানে তারা আন্তঃদলীয় প্রস্তুতি ম্যাচে অংশ নেবেন।
করোনাভাইরাসের কারণে সংবাদ সম্মেলনেও এসেছে বৈচিত্র্য। তিন ক্রিকেটার ভিডিও লিঙ্কের মাধ্যমে কাজটি সমাধান করবেন। ডার্বিতে পৌঁছানো পুরো দলই ছিল মাস্ক পরিহিত। সামাজিক দূরত্বও মানছেন সবাই।
ইসিবি অবশ্য করোনা সংক্রমণ রুখতে সবাইকে জীবানু সুরক্ষিত পরিবেশ রেখেছে। এই সফরে তিনটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। এই মুহূর্তে পাকিস্তানের সব ক্রিকেটার করোনামুক্ত।