জাল সনদ কেলেঙ্কারিতে জড়ালেন সাবেক তিন পাকিস্তানি ক্রিকেটার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দুর্নীতি এবং পাকিস্তানি ক্রিকেট যেন মুদ্রার এপিঠ আর ওপিঠ। ক্রিকেটাঙ্গনের বড় বড় কেলেঙ্কারিতে জড়িয়ে রয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের নাম। এতোদিন ফিক্সিংয়ের ভেতর সীমাবদ্ধ ছিল সবকিছু। তবে এবারের দুর্নীতি ছাপিয়ে গেল ফিক্সিংকে। ভুয়া শিক্ষাগত সনদ, ভুয়া নাম, বয়স এবং নানা ভুয়া তথ্য দিয়ে খেলার অভিযোগ উঠেছে এবারে তিন পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে।
ভুয়া সনদধারী এই তিন ক্রিকেটার হলেন, সাবেক ক্রিকেটার জাহিদ আহমেদ, সাবেক টেস্ট ক্রিকেটার আজিম হাফিজ এবং সাবেক ক্রিকেটার ফয়সাল ইকবাল।

সম্প্রতি এই সাবেক তিন খেলোয়াড়ের ভুয়া সনদের প্রমাণ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নজরে আসে। এরপর এই তিন জনের বিরুদ্ধেই অভিযোগ এনে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)-এর পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। সম্প্রতি পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে বিষয়টির সত্যতা জানা গেছে।
জাহিদ আহমেদ এবং আজিম হাফিজকে নোটিশ পাঠানো হয়েছে ভুয়া শিক্ষাগত যোগ্যতা এবং ভুল তথ্য দেয়ার কারণে। আর সাবেক ক্রিকেটার ফয়সাল ইকবালকে নোটিশ দেয়া হয়েছে ভুয়া নাম ব্যবহার করার জন্য এবং জন্মসাল পরিবর্তন করে দেয়ার জন্য।
অভিযুক্ত তিনজনই পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলেছিলেন পিআইএ'র হয়ে। এই দলটিতে খেলার জন্য শিক্ষাগত যোগ্যতার বিষয়টিও আমলে নেয়া হত। তবে কিভাবে এতোদিন পর তাদের জালিয়াতির বিষয়টি প্রকাশিত হল সে বিষয়ে স্পষ্ট করে কোথাও বলা হয়নি।