promotional_ad

করোনা থেকে মুক্তি পেলেন মাশরাফি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত ২০ জুন করোনা পজিটিভ হয়েছেন মাশরাফি বিন মর্তুজা। পজিটিভ হবার ১৪ দিন পর দ্বিতীয় পরীক্ষাতেও নেগেটিভ হতে পারেননি সাবেক এই অধিনায়ক। অবশেষে করোনা সংক্রমিত হবার ৩ সপ্তাহ পর মহামারী এই রোগ থেকে মুক্তি পেলেন দেশসেরা এই অধিনায়ক।


মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মাশরাফি বিন মুর্তজা নিজেই।


promotional_ad

পোস্টে তিনি লিখেন, 'আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আমার কনোরাভাইরাস পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। আজকে রাতেই ফল জানতে পেরেছি। এই পুরো সময়টায় যারা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানা ভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।'


'শনাক্ত হওয়ার পর দুই সপ্তাহের বেশি পেরিয়ে গেলেও আমার স্ত্রীর করোনাভাইরাস পরীক্ষার ফল এখনও পজিটিভ। তবে সবার দোয়ায় সে ভালো আছে। তার জন্য দোয়া প্রার্থনা করছি। বাসায় থেকে চিকিৎসা নিয়েই আমি সেরে উঠেছি। যারা আক্রান্ত হয়েছেন, সবাই সাহস রাখবেন। আল্লাহর ওপর ভরসা রাখবেন। নিয়ম মেনে চলবেন।'


'সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। একসঙ্গে থেকে করোনাভাইরাসের সঙ্গে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আল্লাহ সবার সহায় হোন।'


এর আগে গেল ২০ জুন নিজের করোনায় আক্রান্তের সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে জানিয়েছিলেন ম্যাশ। বেশ কয়েকবার তাঁর সুস্থতা নিয়ে গুজব উঠলেও সব গুজব সত্যি প্রমাণ করে এবারে সত্যই সুস্থ্য হয়ে উঠলেন দেশসেরা এই অধিনায়ক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball