promotional_ad

অস্ট্রেলিয়াতে ছেলের ভবিষ্যৎ দেখছেন না বুলবুল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাবা আমিনুল ইসলাম বুলবুলের হাত ধরে সাদা পোশাকে প্রথম শতক দেখেছিল বাংলাদেশ। তিনি ছিলেন বাংলাদেশ সাদা পোশাকে যাত্রা শুরুর সময়কার যোদ্ধা। বর্তমানে বুলবুল রয়েছেন অস্ট্রেলিয়ায়। সেখানে তাঁর ছেলে মাহাদী নিয়মিত খেলোয়াড় অনূর্ধ্ব-১৬ দলের।


দেশের ক্রিকেটে বাবার এমন অসামান্য অবদান আর অপরদিকে ছেলেও বেড়ে উঠছেন ক্রিকেটার হয়েই। তাই স্বভাবতই প্রশ্ন আসতে পারে ছেলের ক্রিকেটীয় ভবিষ্যৎ কোথায় দেখছেন বুলবুল। অস্ট্রেলিয়াতে না নিজ দেশ বাংলাদেশে। উত্তরটা দিলেন বুলবুল নিজেই। জানালেন বাংলাদেশের হয়েই বিশ্ব অঙ্গনে মাহাদীর আত্মপ্রকাশ চান সাবেক এই ক্রিকেটার।



promotional_ad

সম্প্রতি ক্রিকফ্রেঞ্জিকে দেয়া এক লাইভ সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেন আমিনুল ইসলাম বুলবুল।


বুলবুল বলেন, আমি তাঁকে যেটা বলার চেষ্টা করি যে এখনও অনেক পথ পাড়ি দেয়া বাকি রয়েছে। যদি সম্ভাবনা কখনো থাকে, সেই সম্ভাবনাটা বাংলাদেশের জন্যই হবে। অস্ট্রেলিয়ার জন্য সম্ভাবনাটা কম সত্যি কথা বলতে।'


'সে এখন মাত্র ১৬। সাড়ে ১৭ বা ১৮ বছর হলে আর এরকম যদি খেলতে থাকে তাহলে ওকে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ য়ে খেলানোর চেষ্টা করবো। আমার লক্ষ্যটা ওইদিকে। যেন ভালো খেলতে পারে, খেলে বাংলাদেশকে কিছু দিতে পারে।'



অস্ট্রেলিয়াতে কেন নয় সেই ব্যাখ্যায় অভিষেক টেস্টের এই সেঞ্চুরিয়ান বলেন, এখানে (অস্ট্রেলিয়া) কিন্তু জাতীয় দলে খেলাটা বেশ কঠিন। ও ইনডোর ক্রিকেটে অনূর্ধ্ব-১৬ দলে খেলেছে। কিন্তু অনূর্ধ্ব-১৯ থেকে শুরু করে ক্রিকেটটা এখানে বেশ কঠিন। এখানে প্রতিযোগিতাটা বেশ কঠিন।'


'আমরা বলি যে ক্রিকেট দলে ১১ জন সুযোগ পায়। আসলে এখানে তেমনটা না। এখানে ১১ জন সুযোগ পায়না। এখানে প্রতিটা পজিশনের জন্য একজন সুযোগ পায়। যেই কোনো পজিশনের জন্য বেস্ট ক্রিকেটার হতে হয়, বেস্ট ফাস্ট বোলার হতে হয়। এখানে চান্স পাওয়ার চেয়ে বড় কথা হল ভালো করে খেলা শিখতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball