promotional_ad

আমার আমলে সাকিব থাকলে ভাগ্যবান মনে করতাম: বুলবুল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


সাকিব আল হাসান এবং আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের দুই যুগের দুই সেরা ক্রিকেটার। দুজনে যদি একসঙ্গে খেলতেন তবে কেমন হতো? এমন জল্পনা-কল্পনা বাংলাদেশের অনেক ক্রিকেট প্রেমীই করে থাকেন। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল জানিয়েছেন, সাকিবকে নিজের দলে পেলে অনেক খুশি হতেন তিনি।


ক্রিকফ্রেঞ্জির লকডাউন লাইভ আড্ডায় অতিথি হয়ে এসেছিলেন বুলবুল। এক পর্যায়ে তিনি জানান, সাকিবের মতো বোলারের সঙ্গে খেলতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করতেন তিনি। তিন ফরম্যাটেই সাকিব যেভাবে বিশ্বমানের পারফরম্যান্সের করে যাচ্ছেন তার প্রশংসা করেছেন বুলবুল।


promotional_ad

তিনি বলেন, 'সাকিব যদি আমাদের আমলে খেলতো তাহলে আমি খুব খুশি হতাম ওকে দলে পেলে। ও নিঃসন্দেহে বেশ ভালো বোলার। মাঝে মাঝে সাকিবকে মেসেজ পাঠাতাম আমি। জিজ্ঞেস করতাম তুমি যে নিউজিল্যান্ডের ওই ম্যাচে আর্ম বল করলা সেটা কিভাবে করলা? ও উত্তর দিত, হয়ে গেছে ভাই। সাকিবের মত বোলারকে যদি খেলতে পারতাম ওই সময় নিজেকে খুবই ভাগ্যবান মনে করতাম।'


সাকিব বাংলাদেশের হয়ে খেলছেন এটাই বড় পাওয়া বলে মনে করেন বাংলাদেশের সাবেক এই ওপেনার। তার ভাষ্য, 'আমরা খুবই ভাগ্যবান, আমাদের দেশে ওর মতো একটা ক্রিকেটার সার্ভিস দিচ্ছে। ব্যাটিং, বোলিং ফিল্ডিং, ক্রিকেট জ্ঞান সব মিলিয়ে। আপনি দেখেন প্রতিটা ফরম্যাটে যেভাবে ও বোলিং ব্যাটিং ফিল্ডিং করছে সেটি দুর্দান্ত।'


একজন স্পিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্লাইট এবং সঠিক লেন্থ অনুযায়ী বোলিং করা। পেসাররা ওভারের মধ্যে ইয়র্কার এবং শর্ট বল দিয়ে নিজেদের সক্ষমতা যাচাইয়ের সুযোগ পান। সেই ক্ষেত্রে স্পিনারদের সেই সুযোগটি কম। বোলিংয়ের সময় সাকিবের আগ্রাসী মানসিকতাই বেশি মুগ্ধ করে বুলবুলকে।


তিনি বলেন, 'বোলিংয়ের ফ্লাইট এবং লেন্থটাই মেইন জিনিস একজন স্পিনারের। একজন ফাস্ট বোলার কিন্তু একটা শর্ট বল এবং একটা ইয়োর্কার দিয়ে পার পেয়ে যায়। কিন্তু স্পিনারদের ক্ষেত্রে কিন্তু যায়গাটা কম। সাকিবের ক্ষেত্রে যেই জিনিসটা সবচেয়ে ভালো মনে হয়, ওর বল ডেলিভারিটা। আর ওর যেই মেন্টাল অ্যাপ্রোচ, সেটা আসলেই অন্যরকম।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball