promotional_ad

কোয়ারেন্টিনের সময়টা কমাতে হবে: গাঙ্গুলি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনা প্রকোপ কাটিয়ে ফিরেছে মাঠে ফিরেছে ক্রিকেট। চলছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ। সিরিজ খেলতে ইতোমধ্যে ইংল্যান্ডে অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দলও। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের গাইডলাইন অনুসরণ করে ১৪ দিনের কোয়ারেন্টিনে রয়েছে পুরো পাকিস্তান দল।


সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়া সিরিজ খেলতে যাওয়ার ব্যাপারে আশাবাদী বোর্ড ফর ক্রিকেট কন্ট্রোল অফ ইন্ডিয়া (বিসিসিআই)। পুরো বিশ্ব যখন ধুঁকছে করোনা মহামারীতে, সবাই যেখানে ১৪ দিনের কোয়ারেন্টিন মেনে খেলার বিকল্প পাচ্ছে না, ঠিক সেখানেই বিরোধীতা করে বসলেন ভারতীয় বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি।


promotional_ad

গাঙ্গুলির এই বিরোধীতা ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকা নিয়ে। তাঁর মতে বিদেশের মাটিতে এতোদিন হোটেলে থাকলে খেলোয়াড়দের জন্য সেটা হবে বেশ মানসিক চাপের।


গাঙ্গুলি বলেন, ‘ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের ব্যাপারে আমরা যথেষ্ট আশাবাদী; কিন্তু ১৪ দিনের কোয়ারেন্টিনের সময়টা কমাতে হবে। আমরা চাই না, বিদেশের মাটিতে গিয়ে ক্রিকেটাররা টানা ১৪ দিন হোটেলের ঘরে বসে থাকুক। এটা খুবই চাপের এবং হতাশার। আমরা এটা কমিয়ে কিভাবে ক্রিকেটারদের চাপমুক্ত করা যায়, সে ব্যাপারে আলোচনা করছি।’


একই সঙ্গে অস্ট্রেলিয়া সফরে দলের জয় নিয়েও বেশ আশাবাদী এই বোর্ড সভাপতি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া অনেক বেশি শক্তিশালী। তবে আমাদের দলও এবার আরও ভালো। ব্যাটে বড় রান দরকার। সেটা আমরা করতেও পেরেছি।’


উল্লেখ্য, আইসিসির নতুন গাইডলাইন অনুসারে কোনো দল বিদেশ সফরে গেলে সেই দেশে পৌঁছেই ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে দলের সবাইকে। কোয়ারেন্টিন শেষ করে গাইডলাইন মেনেই অনুষ্ঠিত হবে সম্পূর্ণ সিরিজ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball