দূরদর্শিতার অভাবকেই দায়ী করছেন বুলবুল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
২০০০ সালের ২৬ জুন টেস্ট ক্রিকেটের অভিজাত ক্লাবে দশম সদস্য হিসেবে নাম লেখায় বাংলাদেশ। সেই হিসেবে কদিন আগেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বয়স দুই দশক পেরিয়েছে। যদিও এই দুই দশকে খুব একটা উন্নতি করতে পারেনি বাংলাদেশ।
বাংলাদেশের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল মনে করেন সঠিক পরিকল্পনা এবং দূরদর্শিতার অভাবে বাংলাদেশ টেস্টে উন্নতি করতে পারেননি। ক্রিকফ্রেঞ্জির লকডাউন লাইভ আড্ডায় এমনটাই জানিয়েছেন, বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

বুলবুল বলেন, 'আমার মনে হয় না টেস্ট স্ট্যাটাসটা তাড়াতাড়ি পেয়েছি। আমার মনে তাড়াতাড়ি পাওয়ার সুযোগটা আমরা কাজে লাগাতে পারিনি। পরিকল্পনার অভাব, দূরদর্শিতার অভাবে আমরা এটা কাজে লাগাতে পারিনি। যদি দূরদর্শিতা থাকতো আমরা ৯ না সাড়ে ৯ নম্বরে পড়ে থাকতাম না।'
এই দুই যুগে বাংলাদেশের সাফল্যের পাল্লা ভারি না হলেও, দারুণ কিছু জয় আছে। তবে দল হিসেবে এখনও সাদা পোষাকে সমীহ জাগাতে পারছে না বাংলাদেশ। এর জন্য খেলোয়াড়দের দোষ দিচ্ছেন না বুলবুল। তিনি দায়ী করছেন পরিকল্পনার অভাবকেই।
সাবেক এই অধিনায়ক বলেন, 'আমরা যেখানে শুরু করেছিলাম সেখানেই পড়ে আছি। আমি বলবো না এটা খেলোয়াড়দের পারফরম্যান্সের কারণে। আমার মনে হয় আমাদের পরিকল্পনার অভাব ছিল। এখন যেহেতু তিনটি ফরম্যাটে খেলা হয়। তিন ফরম্যাটে আমরা কোথায় আছি আমরা নিজেরাই জানিনা।'