সিনিয়রদের পরামর্শে অনুপ্রাণিত আফিফ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনার প্রভাবে মার্চ থেকেই বন্ধ রয়েছে দেশের সকল ক্রিকেটীয় ইভেন্ট। মাঠে খেলা না থাকায় নেই অনুশীলনও। তাই বলে থেমে নেই ক্রিকেটাররা। নিয়মিতই হেড কোচ ও অন্য কোচিং স্টাফদের সাথে ভার্চুয়াল ডিসকাশন করছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
এইসব ভার্চুয়াল ডিসকাশনে সিনিয়র খেলোয়াড়রা মাঝে মাঝেই তাদের দীর্ঘ ক্রিকেটীয় ক্যরিয়ারের নানা অভিজ্ঞতার কথা ভাগাভাগি করেন। যেখানে উপস্থিত থাকেন তরুণ এবং নবীন ক্রিকেটাররা। আর এই বিষয়টি নতুনদের জন্য বেশ অনুপ্রেরণামূলক বলে মনে করেন ঝাতিও দলের তরুণ ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব।

সম্প্রতি গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন আফিফ। তাঁর মতে সিনিয়রদের থেকে এমন পরামর্শ খেলা শুরুর পর বেশ কাজে দেবে।
আফিফ বলেন, ‘মাঠে ক্রিকেট নেই, প্র্যাকটিস করাও যাচ্ছেনা। তবে বিভিন্ন সময়ে আমাদের সাথে হেড কোচ ও অন্য কোচিং স্টাফরা এবং সিনিয়র ক্রিকেটাররা যে সব কথা বার্তা আলাপ করছেন এবং নানারকম পর্যালোচনা হচ্ছে- তা খুব কার্যকর এবং আমাদের মত তরুণদের খুবই উপকারে আসবে।’
‘মুশফিক ভাইয়ের মত অভিজ্ঞরা আমাদের তরুণদের সামনে এগিয়ে যাবার এবং দায়িত্ব ও কর্তব্যবোধ সম্পর্কে সচেতন করে বক্তব্য দিয়েছেন। তিনি আমাদের কিভাবে এগিয়ে যেতে হবে এবং দায়িত্ব ও কর্তব্যবোধটা আসলে কি? সে ধারণা ও পরামর্শও দিয়েছেন।’
ইতোমধ্যেই ক্রিকেট মাঠে ফেরানোর প্রস্তুতি নেয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যেই দেশের শীর্ষস্থানীয় ৮টি স্টেডিয়াম প্রস্তুত রাখার পাশাপাশি অনুশীলন ক্যাম্পের জন্য জাতীয় দলের ৩৪ সদস্যের ক্রিকেটারের তালিকা এবং ২৬ জন হাই-পারফরম্যান্স ক্রিকেটারের তালিকাও প্রস্তুত করেছে বিসিবি।