সাকিব-সোবার্স-বেনোদের ছাপিয়ে হোল্ডার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সদ্য সমাপ্ত সাউদাম্পটন টেস্টে নিজেকে নতুন করে চিনিয়েছেন জেসন হোল্ডার। ইংল্যান্ডের বিপক্ষে ক্রিকেট ইতিহাসের ষষ্ঠ অধিনায়ক হিসেবে ২০০ উইকেটের মাইলফলকে নাম লিখিয়েছেন তিনি।
প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪২ রানে ৬ উইকেট নেন হোল্ডার। অধিনায়ক হিসেবে আরেকটি কীর্তিতে নাম লিখিয়েছেন এই ক্যারিবিয়ান পেসার। সাউদাম্পটনে দুই ইনিংসেই ইংলিশ দলপতি বেন স্টোকসের উইকেট নিয়েছেন হোল্ডার।

আর তাতেই তৃতীয়বারের মতো প্রতিপক্ষ অধিনায়কের উইকেট নেয়ার কীর্তি গড়লেন তিনি। এর আগে এই রেকর্ডে দুইবার করে নাম লিখিয়েছেন, রিচি বেনো, গ্যারি সোবার্স ও সাকিব আল হাসান।
এ ছাড়া প্রতিপক্ষের নির্দিষ্ট একজন ব্যাটসম্যানকে দুই ইনিংসে ১৫ বার আউট করে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খানের সঙ্গী হয়েছেন হোল্ডার। এই কীর্তিতে সবার উপরে আছেন রিচি বেনো।
তিনি দুই ইনিংসে নির্দিষ্ট একজন ব্যাটসম্যানকে সর্বোচ্চ ১৮ বার আউট করেছেন। এই টেস্টে বেন স্টোকসও দ্বিতীয় দ্রুততম হিসেবে টেস্টে ৪০০০ রান ও ১৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন।