promotional_ad

পুরনো বলে পেসারদের সফলতা দেখতে চান গিবসন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


পুরনো বলে বাংলাদেশের পেসারদের বোলিং করার খুব বেশি সুযোগ হয় না। সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বলে লালার ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। এর ফলে বলের উজ্জ্বলতা বাড়াতে কঠিন সমস্যায় পড়তে হবে পেসারদের।


এর ফলে তারা পর্যাপ্ত সুইং থেকে বঞ্চিত হবেন তারা। বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন মনে করেন পুরনো বলে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারলেই কেবল করোনা পরিস্থিতির পর নিজেদের টিকিয়ে রাখতে পারবেন পেসাররা।


promotional_ad

তাই বাংলাদেশের পেসারদের পুরনো বলে বোলিংয়ের সুযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তাতে তারা বিদেশে বোলিং করতে পারদর্শী হবে বলে বিশ্বাস তাঁর।


ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে গিবসন বলেন, ‘বাংলাদেশে পেসাররা পুরোনো বলে খুব একটা বল করেনা। যখন বলের উজ্জ্বলতা কমে যায়, স্পিনাররা দায়িত্ব নেয়। এমনকি ঘরোয়া ক্রিকেটেও এটিই হয়ে থাকে। স্পিনাররা বল হাতে নেয় এবং তারাই ইনিংস শেষ করে। এর ফলে পেসাররা পুরোনো বলে বল করার সুযোগ পায়না।’


এই বিষয়টিকে গুরুত্ব দেয়া জরুরী বলে মনে করেন গিবসন। তিনি মনে করেন ঘরোয়া ক্রিকেটেও দুই বা তিন স্পেলে বাংলাদেশের পেসারদের বোলিং করা উচিত। তাহলে তারা সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।


বাংলাদেশের এই পেস বোলিং কোচ বলেন, ‘এটি গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন। ঘরোয়া ক্রিকেটে পেসারদের প্রয়োজন দুই-তিনটি স্পেল পুরোনো বলে অনুশীলন করা। যাতে তারা দেশের বাইরে বোলিং করার ক্ষেত্রে অভ্যস্ত হতে পারে। যে সব কন্ডিশনে পেস বোলিং আরও অনুকূলে থাকবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball