promotional_ad

১২ টাইগার পেসারকে নিয়ে গিবসনের পরিকল্পনা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাইপারফরম্যান্স বিভাগের কোচের ভূমিকায় আছেন চম্পাকা রামানায়েকে। বাংলাদেশের তরুণ পেসারদের উঠে আসা এবং অভিজ্ঞদের ধারাবাহিক পারফরম্যান্সে দারুণ অবদান আছে এই লঙ্কান কোচের। তিনি বাংলাদেশের ১২ জন পেসারকে নিয়ে একটি গ্রুপ তৈরি করেছেন।


তাদের নিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছেন বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন। এই তালিকায় আছেন বিপিএলে খেলা দুই পেসার মুকিদুল ইসলাম ও বাঁহাতি মেহেদী হাসান রানা। তাদের উপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন এই কোচ।


promotional_ad

গিবসন বলেন, ‘আমি মনে করি প্রতিটি দলেই এখন বিশেষজ্ঞ পেস বোলিং গ্রুপ আছে। বাংলাদেশও এর চেয়ে আলাদা নয়। চম্পাকা পেস বোলারদের দেখভাল করছে আর সে দারুণভাবে ব্যাপারটি সামলে নিচ্ছে।’


এই ক্যারিবীয় কোচ যোগ করেন, ‘বিপিএলে আমি দুজন পেসার দেখেছি, মুকিদুল ইসলাম ও বাঁহাতি মেহেদী হাসান রানাকে। স্পষ্ট বোঝা যাচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটে প্রতিভার অভাব নেই। ১২ জন পেসার ইতোমধ্যে আমাদের তালিকায় আছে। আর তাদেরকে আন্তর্জাতিক মানসম্পন্ন করে তোলার প্রচেষ্টা আমাদের। তাদের প্রতি আস্থা না রাখার কোন কারণ নেই। আমি বিশ্বাস করি তাদের সে সম্ভাবনা ভালোভাবেই আছে।’


সীমিত ওভারের ক্রিকেটের জন্য আল আমিন, সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজ, শফিউলদের তৈরি করছেন গিবসন। আর টেস্টের জন্য তাসকিন আর এবাদতকে পছন্দ এই সাবেক ক্যারিবীয় কোচের।


তিনি বলেন, ‘সীমিত ওভারের জন্য আপনি আল আমিন, সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজ, শফিউলদের পাচ্ছেন। এর বাইরে টেস্টের দিকে তাকালে তাসকিন, এবাদতদের নিয়ে কাজ করতে পারেন। তারা খুব বেশি অবশ্য খেলেনি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball