১২ টাইগার পেসারকে নিয়ে গিবসনের পরিকল্পনা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাইপারফরম্যান্স বিভাগের কোচের ভূমিকায় আছেন চম্পাকা রামানায়েকে। বাংলাদেশের তরুণ পেসারদের উঠে আসা এবং অভিজ্ঞদের ধারাবাহিক পারফরম্যান্সে দারুণ অবদান আছে এই লঙ্কান কোচের। তিনি বাংলাদেশের ১২ জন পেসারকে নিয়ে একটি গ্রুপ তৈরি করেছেন।
তাদের নিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছেন বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন। এই তালিকায় আছেন বিপিএলে খেলা দুই পেসার মুকিদুল ইসলাম ও বাঁহাতি মেহেদী হাসান রানা। তাদের উপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন এই কোচ।

গিবসন বলেন, ‘আমি মনে করি প্রতিটি দলেই এখন বিশেষজ্ঞ পেস বোলিং গ্রুপ আছে। বাংলাদেশও এর চেয়ে আলাদা নয়। চম্পাকা পেস বোলারদের দেখভাল করছে আর সে দারুণভাবে ব্যাপারটি সামলে নিচ্ছে।’
এই ক্যারিবীয় কোচ যোগ করেন, ‘বিপিএলে আমি দুজন পেসার দেখেছি, মুকিদুল ইসলাম ও বাঁহাতি মেহেদী হাসান রানাকে। স্পষ্ট বোঝা যাচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটে প্রতিভার অভাব নেই। ১২ জন পেসার ইতোমধ্যে আমাদের তালিকায় আছে। আর তাদেরকে আন্তর্জাতিক মানসম্পন্ন করে তোলার প্রচেষ্টা আমাদের। তাদের প্রতি আস্থা না রাখার কোন কারণ নেই। আমি বিশ্বাস করি তাদের সে সম্ভাবনা ভালোভাবেই আছে।’
সীমিত ওভারের ক্রিকেটের জন্য আল আমিন, সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজ, শফিউলদের তৈরি করছেন গিবসন। আর টেস্টের জন্য তাসকিন আর এবাদতকে পছন্দ এই সাবেক ক্যারিবীয় কোচের।
তিনি বলেন, ‘সীমিত ওভারের জন্য আপনি আল আমিন, সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজ, শফিউলদের পাচ্ছেন। এর বাইরে টেস্টের দিকে তাকালে তাসকিন, এবাদতদের নিয়ে কাজ করতে পারেন। তারা খুব বেশি অবশ্য খেলেনি।’