ইংল্যান্ড সফরে যাচ্ছেন আকবর-তৌহিদরা?

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী গ্রীষ্ম মৌসুমে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী সদস্যদের নিয়ে ইংল্যান্ডের মাটিতে একটি ক্যাম্প করতে ইচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের গেম ডেভেলপমেন্ট ম্যানেজার এইএম কাওসার ইংরেজি দৈনিক নিউ এজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইংল্যান্ডের কয়েকটি কাউন্টি দলের সঙ্গেও ক্যাম্পের ব্যাপারে কথা বলা হয়েছে বলে নিশ্চিত করেছেন কাওসার। আকবর-তৌহিদদের আরো পোক্ত করতে সেখানকার (ইংল্যান্ডের) দ্বিতীয় সারির কয়েকটি দলের বিপক্ষে ম্যাচও আয়োজন করতে চায় বিসিবি।

এই প্রসঙ্গে কাওসার বলেন, 'আমরা কাউন্টির কিছু দলের সঙ্গে কথা বলেছি সেখানে ক্যাম্প করার ব্যাপারে। আমরা তাঁদের ট্রেনিং সুবিধাগুলো ব্যবহার করতে চাই এবং একই সঙ্গে তাঁদের দ্বিতীয় সারির দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলতে চাই। আমরা অস্ট্রেলিয়ার কিছু প্রাদেশিক দলের বিপক্ষে খেলার সুযোগও খুঁজছি আমরা।'
ইংল্যান্ডের মাটিতে সুইং বোলিং সামলাতে বরাবরই গলদঘর্ম হতে হয় বাংলাদেশের ব্যাটসম্যানদের। সেকারণেই গ্রীষ্মকালে যুবাদের নিয়ে ইংল্যান্ডে ক্যাম্প করার পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি।
গেম ডেভেলপমেন্ট ম্যানেজার বললেন, 'গ্রীষ্মকালটা আমরা ইংল্যান্ডে কাটাতে চাই একটি কাউন্টি দলের সঙ্গে যেন ব্যাটসম্যানরা সুইং সামলাতে পারে এবং বোলাররা কিভাবে সুইংয়ের ব্যবহার করতে হয় সেটা জানতে পারে। আমরা কয়েকটি ম্যাচের পর ট্রেনিং ক্যাম্প সাজাতে চাই।'
করোনাভাইরাসের কারণে পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে বলেও মনে করছেন কাওসার। তবে এরপরেও তিনি ক্যাম্প করার ব্যাপারে আশাবাদী তিনি। কাওসার বলেন, 'আমি আশা করি সবকিছু পরিকল্পনামাফিক হবে। হয়তো সেটা কিছুটা দেরি হতে পারে, কিন্তু সম্ভবত আগামী গ্রীষ্মে আমরা ইংল্যান্ডে দল পাঠাতে পারবো। এরপর আমরা এইচপি এবং ইমার্জিং দলকে পাঠাবো।'