আট ম্যাচ ভেস্তে যাওয়া পোড়াচ্ছে এবাদতকে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ জাতীয় দলের পেসার এবাদত হোসেন আয় রোজগারের চেয়ে জীবনকে বেশি মুল্য দিচ্ছেন। করোনাভাইরাসের বিস্তারের কারণে চলতি বছর একের পর এক সিরিজ বাতিল হচ্ছে বাংলাদেশের।
এ বছর অন্তত আটটি টেস্ট খেলার সুযোগ ছিল টাইগারদের সামনে। টেস্ট বোলারের তকমা পাওয়া এবাদতেরও সুযোগ ছিল সাদা পোষাকে নিজের অপরিহার্যতা প্রমাণ করা। তবে করোনার কারণে সবকিছুই ভেস্তে গেছে।

কদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টেস্ট ম্যাচের ফি বাড়িয়ে ৬লাখ টাকা করেছে। ফলে বিপুল পরিমাণ অর্থ আয়ের সুযোগ থেকেও বঞ্চিত হয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
এ প্রসঙ্গে বাংলানিউজ২৪ কে এবাদত বলেছেন, ‘আমার ক্যারিয়ারটা মাত্রই শুরু হলো। তাই ম্যাচগুলো আমার জন্য খুবই দরকার ছিল। কিন্তু কিছু করার নেই। জীবনটাই গুরুত্বপূর্ণ।'
পরিস্থিতি স্বাভাবিক হলে সামনে খেলার আরও সুযোগ আসবে বলে আশাবাদী এবাদত। করোনাভাইরাসের কারণে না হওয়া আটটি টেস্ট খেলে নিজেকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারতেন বলে আক্ষেপ করেছেন এই পেসার।
এবাদত বলেন, 'বেঁচে থাকলে, সুস্থ থাকলে অনেক ম্যাচেই খেলতে পারব। তবে এটা ঠিক জিম্বাবুয়ের সঙ্গে জয়ের পর আমরা বেশ ভালো ছন্দে ছিলাম। এই আটটা ম্যাচ যদি খেলতে পারতাম আমরা অনেক এগিয়ে যেতে পারতাম। যেহেতু বেশি টেস্ট পাই না।’