promotional_ad

আট ম্যাচ ভেস্তে যাওয়া পোড়াচ্ছে এবাদতকে

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


বাংলাদেশ জাতীয় দলের পেসার এবাদত হোসেন আয় রোজগারের চেয়ে জীবনকে বেশি মুল্য দিচ্ছেন। করোনাভাইরাসের বিস্তারের কারণে চলতি বছর একের পর এক সিরিজ বাতিল হচ্ছে বাংলাদেশের।


এ বছর অন্তত আটটি টেস্ট খেলার সুযোগ ছিল টাইগারদের সামনে। টেস্ট বোলারের তকমা পাওয়া এবাদতেরও সুযোগ ছিল সাদা পোষাকে নিজের অপরিহার্যতা প্রমাণ করা। তবে করোনার কারণে সবকিছুই ভেস্তে গেছে।


promotional_ad

কদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টেস্ট ম্যাচের ফি বাড়িয়ে ৬লাখ টাকা করেছে। ফলে বিপুল পরিমাণ অর্থ আয়ের সুযোগ থেকেও বঞ্চিত হয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।


এ প্রসঙ্গে বাংলানিউজ২৪ কে এবাদত বলেছেন, ‘আমার ক্যারিয়ারটা মাত্রই শুরু হলো। তাই ম্যাচগুলো আমার জন্য খুবই দরকার ছিল। কিন্তু কিছু করার নেই। জীবনটাই গুরুত্বপূর্ণ।'


পরিস্থিতি স্বাভাবিক হলে সামনে খেলার আরও সুযোগ আসবে বলে আশাবাদী এবাদত। করোনাভাইরাসের কারণে না হওয়া আটটি টেস্ট খেলে নিজেকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারতেন বলে আক্ষেপ করেছেন এই পেসার।


এবাদত বলেন, 'বেঁচে থাকলে, সুস্থ থাকলে অনেক ম্যাচেই খেলতে পারব। তবে এটা ঠিক জিম্বাবুয়ের সঙ্গে জয়ের পর আমরা বেশ ভালো ছন্দে ছিলাম। এই আটটা ম্যাচ যদি খেলতে পারতাম আমরা অনেক এগিয়ে যেতে পারতাম। যেহেতু বেশি টেস্ট পাই না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball