সর্বকনিষ্ঠ হিসেবে আইসিসি আম্পায়ারদের এলিট প্যানেলে নিতিন মেনন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০২০-২১ মৌসুমের জন্য ১২ সদস্যের এলিট প্যানেলের আম্পায়ারের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। যেখানে সর্বকনিষ্ঠ আম্পায়ার হিসেবে স্থান পেয়েছেন ভারতীয় আম্পায়ার নিতিন মেনন। ইংল্যান্ডের নাইজেল লংয়ের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
শ্রীনিবাস ভেঙ্কটরাঘবান ও সুন্দরাম রবির পর তৃতীয় ভারতীয় হিসাবে এই মর্যাদা অর্জন করলেন নিতিন। এখন পর্যন্ত ৩ টেস্ট, ২৪ ওয়ানডে ও ১৬ টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে ৩৬ বছর বয়সী এই আম্পায়ারের।

আইসিসি জেনারেল ম্যানেজার জিওফ এলার্ডিস, সঞ্জয় মাঞ্জরেকার, রঞ্জন মাদুগালে ও ডেভিড বুন সম্বলিত নির্বাচক প্যানেল মিলে নিতিনকে নির্বাচিত করেছেন। সাবেক আন্তর্জাতিক আম্পায়ার নরেন্দ্র মেননের ছেলে তিনি।
ভারতের মধ্য প্রদেশের হয়ে ২০০৪ সালে ২ টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন নিতিন। ২০০৬ সালে আম্পায়ারিংয়ে মন দেন তিনি। নিতিন বলেন, 'আমার বাবা একজন সাবেক আন্তর্জাতিক আম্পায়ার। ২০০৬ সালে বিসিসিআই আম্পায়ারদের জন্য একটা পরীক্ষার আয়োজন করে। সেটাও প্রায় ১০ বছর বাদে। বাবা আমাকে সুযোগ নিতে বলেছিলেন।'
'পরীক্ষায় ভাল করলে, আম্পায়ারিংকে পেশা হিসাবে নিতে পারবো। এরপর পরীক্ষা দিয়ে ২০০৬ সালে আম্পায়ার হয়ে যাই। আমার ইচ্ছে ছিল দেশের হয়ে ক্রিকেট খেলা, তবে ২২ বছর বয়সেই আমি খেলাটা ছেড়ে দিই, ২৩ বছর বয়সে আমি সিনিয়র আম্পায়ার হই। আমি কেবল আম্পায়ারিংয়েই মন দিয়েছি।' আরও যোগ করেন এই ভারতীয়।
আইসিসি আম্পায়ারদের এলিট প্যানেল (২০২০-২১)- আলিম দার, কুমার ধর্মসেনা, মারাইস এরাসমাস, ক্রিস গাফফানি, মাইকেল গফ, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটেলবোরো, নিতিন মেনন, ব্রুস অক্সেনফোর্ড, পল রেইফেল, রড টাকার, জোয়েল উইলসন।
আইসিসি ম্যাচ রেফারিদের এলিট প্যানেল (২০২০-২১)-ডেভিড বুন, ক্রিস ব্রড, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ডি পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।