বক্সিং ডে টেস্টের ভেন্যু পরিবর্তনের পক্ষে টেলর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার বক্সিং ডে টেস্টের ভেন্যু পরিবর্তনের পক্ষে মার্ক টেলর। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের মতে, মাঠ ভর্তি দর্শক ছাড়া বক্সিং ডে টেস্ট আয়োজন করার কোনও মানে হয় না। সাফ জানিয়েছেন, প্রয়োজনে পরিবর্তন করা হোক এই টেস্টের ভেন্যু, যেখানে দর্শক আসতে সমস্যা হবে না।
চলতি বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। কিন্তু দেশটির করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। যে কারণে ঝুলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্যও। পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে, তারও কোনো নিশ্চয়তা নেই।

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার চেয়ে পার্থ এবং অ্যাডিলেডে পরিস্থিতি অনেকটা হাতের নাগালে এসেছে। আর সিরিজের ঘোষিত সূচি অনুযায়ী ব্রিসবেন, অ্যাডিলেড, মেলবোর্ন এবং সিডনিতে খেলতে হবে বিরাট কোহলিদের। পার্থের নাম না থাকায় এ নিয়ে ইতোমধ্যে বিতর্ক তৈরি হয়েছে।
চ্যানেল ৯ এ মার্ক টেলর জানিয়েছেন, 'এই ম্যাচ কি কোনোভাবে সরানো সম্ভব? ক্রিসমাসের সময় কেবলমাত্র এমসিজিতেই মাত্র ১০ হাজার কিংবা ২০ হাজার দর্শক খেলা দেখতে পারবেন। ভারত অস্ট্রেলিয়ার আইকনিক টেস্ট ম্যাচ দেখার জন্য যা মোটেই যথেষ্ট নয়।'
এর সমাধান হিসাবে তিনি বলেছেন, 'পার্থের অপটাস স্টেডিয়াম কিংবা অ্যাডিলেড ওভালে খেলা সরিয়ে নিয়ে যাওয়া হলে পুরো ভেন্যুটাই ব্যবহার করা সম্ভব। এডিলেডের দর্শকরা ভারতীয়দের খেলা দেখতে পছন্দ করে। মনে আছে, বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট মাত্র ৫২ মিনিটে বিক্রি হয়ে গিয়েছিল।'
এমসিজির পর অস্ট্রেলিয়ার বৃহত্তম স্টেডিয়াম অপটাস। ৬০ হাজার দর্শক খেলা দেখতে পারেন এই স্টেডিয়ামে। কয়েক দিন আগেই সাংবাদিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মেলবোর্নে টেস্ট হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন টেস্ট অধিনায়ক টিম পেইন।