দর্শকশুন্য স্টেডিয়াম নিয়ে উদ্বিগ্ন ব্রড, মনোবিদের শরণাপন্ন

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের ঝুঁকির কারণে দর্শক ছাড়াই টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। দর্শক ছাড়া টেস্ট ক্রিকেটে আবেগ বা মনোযোগ ধরে রাখা কঠিন, এমনটা মনে করছেন স্টুয়ার্ট ব্রড। ইংলিশ এই পেসার, দর্শকশুন্য মাঠে সেরা ফর্ম ধরে রাখার জন্য মনোবিদের শরণাপন্ন হয়েছেন।
বিবিসিকে ব্রড বলেন, 'আপনি যদি আমাকে অ্যাশেজ বা মৌসুম শুরুর আগে কোনও ফ্রেন্ডলি ম্যাচ খেলতে বলেন, তাহলে আমার জানা থাকবে যে আমি কোনটায় ভালো খেলব।

আবেগের ঊর্ধ্বে গিয়ে কীভাবে মনঃসংযোগ ধরে রাখা যায় সেটা নিয়ে আমি আমাদের ক্রীড়া মনোবিদের সঙ্গে আলাপ করেছি।'
করোনার কারণে মার্চ থেকে মাঠে গড়ায়নি পেশাদার কোনও ক্রিকেট আসর। এবারের ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের সিরিজের মধ্যে দিয়ে একশ দিনেরও বেশি সময় পর মাঠে গড়াচ্ছে ক্রিকেট।
স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনায় দর্শক থাকছে না এই টেস্ট সিরিজে। এমন পরিবেশে খেলতে পারাটা খুব কঠিন ব্রডের জন্য। জুনের শুরু থেকেই এ নিয়ে কাজ করছেন ব্রড।
তিনি আরও বলেন, 'আমাকে নিশ্চিত করতে হবে আমার আবেগ টেস্ট ম্যাচেই আছে কিনা। জুনের শুরু থেকেই আমি এটা নিয়ে কাজ করছি। আমি আমার সেরাটা তখনই দেই যখন রোমাঞ্চকর কোনও মুহূর্ত হয়।'