promotional_ad

৫১ টেস্ট পর থামছেন ব্রড!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের একাদশে জায়গা নাও হতে পারে স্টুয়ার্ট ব্রডের। নির্বাচকরা ইংলিশ পেসারদের জানিয়েছেন, প্রথম টেস্টের জন্য সর্বোচ্চ শক্তিশালী দল গঠন করা হবে। ফলে ২০১২ সালের পর এই প্রথম ঘরের মাঠে টেস্ট মিস করতে পারেন ব্রড। 


৮ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই টেস্ট মিস করেছিলেন ব্রড। ২০১২-২০২০ পর্যন্ত ঘরের মাঠে টানা ৫১টি টেস্ট খেলেছেন তিনি। এবার একই প্রতিপক্ষের বিপক্ষে বেঞ্চে বসতে হতে পারে ডানহাতি এই পেসারকে।


promotional_ad

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ দিনে ৩টি টেস্ট খেলবে ইংল্যান্ড। এরপর পাকিস্তানের বিপক্ষে ৩টি টেস্ট আছে ইংলিশদের। ৭ সপ্তাহে ৬টি টেস্ট হওয়ায় সবাইকে সুযোগ দেয়ার পরিকল্পনায় আছে ইসিবি। ঘোষিত ৩০ জনের ট্রেনিং গ্রুপে আছেন ১৮জন পেসার। 


ব্রড বলেন, 'আমাদের বলা হয়েছে প্রথম টেস্টের জন্য সর্বোচ্চ শক্তিশালী দল গঠন করা হবে। ঘরে শেষবার টেস্ট খেলেনি ২০১২ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। টসের আগে আমাকে একাদশে রাখা হয়েছিল, কিন্তু প্রথম দুইদিন টনা বৃষ্টি হওয়ায় অ্যান্ডি ফ্লাওয়ার সিদ্ধান্ত নেয় আমাকে বিশ্রাম দেয়ার।'


'আমি ক্রিকেট মিস করতে পছন্দ করি না। আমার ফিটনেস টেস্টের ফলাফল অনেক ভালো এসেছে। সবাই জানে ফাস্ট বোলিং কতটা কঠিন। ধারাবাহিক ম্যাচ খেলাই ছিল এতো বছর ধরে আমার মূল শক্তি। শরীর এসবের সঙ্গে মানিয়ে নিয়েছে। থামার প্রয়োজন হয়নি', আরও যোগ করেন এই পেসার।


২০০৭ সালে আন্তর্জাতিক অভিষেক হওয়া ব্রড দেশের হয়ে খেলেছেন ১৩৮ টেস্ট। এই ফরম্যাট ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার তিনি, নিয়েছেন ৪৮৫ উইকেট। সাদা পোশাকে সবচেয়ে বেশি উইকেট নেয়া বোলারদের তালিকায় সাত নম্বরে আছেন ব্রড। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball