নতুন রূপে আসছেন ধোনি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকেই সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে গুঞ্জন শুরু হয়। কিন্তু সবাইকে উপেক্ষা করে এখনও অবসরের নাম নিচ্ছেন না এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। দলে না থাকলেও জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দলে ফেরার।
তবে সম্প্রতি নতুন রূপে আবির্ভাব ঘটতে যাচ্ছে এক সময়ের ভারতের ভরসাবান এই খেলোয়াড়কে। তবে সেটি ক্রিকেটার হিসেবে নয়; কোচ হিসেবে। ক্রিকেট একাডেমি খুলে কোচিং পেশায় নাম লেখাতে যাচ্ছেন ধোনি। তবে বর্তমানে শুধু অনলাইনে কোচিং করাবেন ধোনি। পরিস্থিতি স্বাভাবিক হলে বাকি কার্যক্রম শুরু করবেন সাবেক এই অধিনায়ক।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া গিয়েছে।
সংবাদমাধ্যমগুলোর তথ্যানুযায়ী, ধোনি নিজেই একটি ক্রিকেট একাডেমি শুরু করতে যাচ্ছেন। এ ব্যাপারে তাকে সার্বিক সহায়তা করবে আর্কা স্পোটর্স প্রাইভেট লিমিটেড। ধোনির একাডেমিতে থাকবেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ড্যারিল কালিনান, মান্দার ডালভি, সত্যজিৎ লাহিরীর মতো কোচিং স্টাফরা। তবে একাডেমির যাবতীয় বিষয়ে প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ধোনি নিজেই।
আর্কা স্পোর্টসের তরফ থেকে বলা হয়েছে, 'একাডেমির প্রধান পরিকল্পনাকারী হিসাবে কাজ করবেন ধোনি নিজেই। আমরা এখন পর্যন্ত প্রায় ২০০-এর বেশি কোচকে প্রশিক্ষণ দিয়েছি। এবার ক্রিকেটারদেরকেও কোচিং করানো শুরু করব। আশা করা যাচ্ছে সবকিছু শুরু হবে আগামী ২ জুলাই থেকে। কোচ প্যানেলসহ প্রকল্পের প্রধান হিসাবে থাকছেন মহেন্দ্র সিং ধোনি।'
ধোনির এই একাডেমিতে ৬ বছরের শিশু থেকে শুরু করে পেশাদার তরুণ ক্রিকেটার সকলেই প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে।