promotional_ad

'আন্দ্রে রাসেলের মিস হিটেও ছক্কা হয়'

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশাল দৈহিক গড়ণ, শক্তিশালী স্ট্রাইক রেট এবং বল স্ট্যান্ডে পাঠানোর ক্ষমতা। এই তিন গুণে এককভাবে গুণান্বিত ওয়েস্ট ইন্ডিজের হিটার ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। বর্তমানে খেলোয়াড়দের ভেতর অন্যতম সেরা অলরাউন্ডার।


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তাঁর দুর্দান্ত পারফরম্যান্স তাকে অসাধারণ খেলোয়াড়দের কাতারে দাঁড় করিয়েছে। একথা বলা ভুল হবে না যে রাসেল সকল ফরম্যাট এবং ফর্মের বোলারদের আতঙ্কিত করে।


আইপিএল এর ২০১৯ সংস্করণে, রাসেল পুরো টুর্নামেন্ট জুড়ে তার হার্ড-হিট ব্যাটিং প্রদর্শন দিয়ে ভক্তদের বিনোদন দিয়েছিলেন। লিগের ১২ তম আসরটিতে ৫৬.৬৬ এর অসাধারণ গড় এবং ২০৪.৮১ এর দুর্দান্ত স্ট্রাইক-রেটে ৫১০ রান ঝুলিতে পুরেছিলেন।


promotional_ad

সতীর্থদের পাশাপাশি তাঁর এই পারফরম্যান্স নজর কেড়েছে সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ) হয়ে খেলা ভারতের প্রথম সারির বোলার ভুবনেশ্বর কুমারেরও। একাই দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার অসম্ভব ক্ষমতার ভূয়সী প্রশংসা করেন এই বোলার।


সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফোতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটা জানান।


ভু্বনেশ্বর বলেন, 'আমি মনে করি গত আইপিএলের প্রথম ম্যাচটি, যেখানে আমি অধিনায়ক ছিলাম এবং শেষ তিন ওভারে তিনি ৫২-র মতো রান করেছিলেন। আমার এখনও মনে আছে তাঁর ছক্কার দু'-তিনটি এত দীর্ঘ ছিল যে স্বাভাবিক ব্যাটসম্যানরা তা হাঁকাতে বেশ বেগ পেত। টাইমিং ছাড়াও ছক্কা হাকানোর ক্ষমতা আছে ওর।'


'কোন মাঠে খেলছেন সেটা কিন্তু বেশ প্রভাব রাখে খেলার সময়। মাঠের আয়তন, সীমানার দূরত্ব সব কিছুই খেলার সময় প্রভাবক হিসেবে কাজ করে। খেলার আগে আপনার পরিকল্পনা করতে হবে ছক্কা হাঁকাতে হলে বলটা কত জোড়ে মারতে হবে। কিন্তু রাসেলের এসব কিছুই লাগে না। আইপিএলে আমার দেখা সবচেয়ে শক্তিশালী ব্যাটসম্যান ওই। রাসেল এমন একজন খেলোয়াড় যে কিনা যেই কোনো বোলারকে মারতে পারে।'


গেল আসরে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) একটি খেলায় জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮ বলে ৫৩ রান। রাসেল একাই ১৯ বলে ৪৯ রানের টর্ণেডো ইনিংস খেলে দলকে এনে দেন দুর্দান্ত এক জয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball