promotional_ad

বেতন বাড়ছে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটারদের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গেল বছর পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে কাঠামোগত বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল। যার ফলে বেতন কমে গিয়েছিল বেশিরভাগ ক্রিকেটারের। তবে আগামী মৌসুমকে সামনে রেখে রেকর্ড ১.৯৯ বিলিয়ন পাকিস্তানি রুপি বিনিয়োগের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


ফলশ্রুতিতে আসন্ন মৌসুম থেকে বেত্ন বেড়ে যাবে ঘরোয়া ক্রিকেটারদের। সম্প্রতি পিসিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। আগামী আগস্ট থেকে এই চুক্তি কার্যকর করা হবে।


promotional_ad

বিবৃতিতে পিসিবি প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, 'সামগ্রিকভাবে, আমরা গত বছরের তুলনায় আমাদের ঘরোয়া চুক্তিভুক্ত ক্রিকেটারদের বেতন ৪৬ শতাংশ বৃদ্ধি করছি। আমরা একটি বিভাগভিত্তিক রিটেনার সিস্টেমও তৈরি করেছি যা উচ্চতর পারফরম্যান্সের ক্রিকেটারদের আরও ভাল খেলতে উৎসাহ দেবে।'


'আগস্টের মাঝামাঝি নাগাদ আমরা ছয়টি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে থাকব। তবে কোভিড -১৯ পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আমাদের ২০২০-২১ মৌসুম শুরু করব।'


গত মৌসুমে ঘরোয়া খেলায় কাঠামোগত পরিবর্তন হওয়ার পরে, বেশিরভাগ ক্রিকেটারদের উপার্জন প্রচুর পরিমাণে হ্রাস পেয়েছে। মাসিক রেন্টার এবং ম্যাচ ফি-র একটি নতুন গ্রেড-ভিত্তিক ব্যবস্থা চালু করায় এমনটি হয়েছে।


নতুন স্কেলে 'এ+' ক্যাটাগরির অন্তর্ভুক্ত ১০ ক্রিকেটার প্রতি মাসে পাবেন দেড় লাখ পাকিস্তানি রুপি করে। 'এ' গ্রেডের ৩৮ জনের প্রতিজন পাবেন ৮৫ হাজার রুপি, 'বি' গ্রেডের ৪৮ জন পাবেন ৭৫ হাজার করে। 'সি' গ্রেডের ৭২ ক্রিকেটারের বেতন বেড়ে হচ্ছে ৬৫ হাজার রুপি এবং 'ডি' গ্রেডের ২৪ খেলোয়াড়ের প্রত্যেকে পাবেন ৪০ হাজার রুপি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball