promotional_ad

পর্যাপ্ত খেলোয়াড়ের অভাব দেখছেন পাইলট

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ২০ বছর পূর্ণ হয়েছে আজ (২৬ জুন)। এই দুই দশকে বাংলাদেশ দলের টেস্ট পারফরম্যান্সে পর্যাপ্ত উন্নতি হয়নি বলে দাবি বাংলাদেশের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলটের। তিনি মনে করেন বাংলাদেশের পাইপলাইনে আরও অনেক বেশি খেলোয়াড় থাকা প্রয়োজন ছিল।


বিশেষ করে ব্যাটিং-বোলিং এবং ফিল্ডিং ডিপার্টমেন্ট নিয়ে আরও পরিকল্পনা করা উচিত ছিল। যাতে করে প্রতিটি বিভাগেই যেকোনো খেলোড়ের কয়েকজন করে বিকল্প থাকতো। ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে এই বিষয়গুলো নিয়েই আক্ষেপ করেছেন এই সাবেক অধিনায়ক।



promotional_ad

পাইলট বলেছেন, 'বলতে পারেন টেস্টে উন্নতির জন্য ২০ বছর তো বেশি সময় না। আমার কাছে মনে হয় সেই সময়টা এখন পার হয়ে গেছে। আগে উন্নতির জায়গাগুলো অনেক ধীর ছিল। টেকনোলজি বলেন, ব্যাটিং-ফিল্ডিং-বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আমাদের আরও পরিকল্পনার দরকার ছিল। সেই জায়গাগুলোতে আমাদের অনেক খেলোয়াড় থাকার দরকার ছিল।'


উদাহরণ দিতে গিয়ে ভারতের প্রসঙ্গ টেনেছেন পাইলট। তিনি জানিয়েছেন, বিরাট কোহলি, রোহিত শর্মাদের বিকল্প না থাকলেও ভারতের অন্তত ৪০ জন খেলোয়াড় আছেন যারা জাতীয় দলের প্রতিনিধিত্ব করার জন্য তৈরি। তারা সুযোগ পাচ্ছেন না নিয়মিত পারফর্মারদের অভাবে। অথচ বাংলাদেশে সাকিব আল হাসানের কোনো বিকল্প নেই। তাঁর জায়গায় খেলার মতো কোনো ক্রিকেটার নেই বলে দাবি পাইলটের।


তিনি বলেন, 'সাকিবের একজন সাবস্টিটিউট আপনি পাবেন না। আপনি বিরাট কোহলি-রোহিত শর্মারও পাবেন না। কিন্তু কোহলি-রোহিতের পরে যে প্লেয়াররা আছে, না হলেও ৪০জন প্লেয়ার আছে ভারতের দলে খেলার মতো। যারা সুযোগ পেলে ভালো পারফরম্যান্স করবে। কিন্তু সুযোগ পাচ্ছে না, ভালো প্লেয়ারদের কারণে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball